সচিবালয়ে সরকারের সঙ্গে তিতুমীরের শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ থেকে তারা সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন।
এ অবস্থায় বিষয়টি নিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার বিকেলে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সরকার।
শিক্ষার্থীদের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে সচিবালয়ে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন।
যোগাযোগ করা হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন হাবিবুল্লাহ রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সচিবালয়ে বৈঠকে আছি।'
তবে সরকারের পক্ষ থেকে আলোচনাসভায় কারা আছেন, তা জানাননি তিনি।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালী এলাকায় গতকাল সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন এবং পরে রাত সাড়ে ৯টার দিকে তারা অবরোধ তুলে নেন।
আজ সকালে শিক্ষার্থীরা একই দাবি নিয়ে আবার ক্যাম্পাসে জড়ো হন।
সেসময় কলেজের শিক্ষার্থী আলী আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আমরা আমাদের দাবির বিষয়ে সরকারের প্রতিক্রিয়া জানার অপেক্ষা করছি।'
অবশেষে বিকেলে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ তৈরি হলো।
Comments