বন্যাদুর্গতদের জন্য টিএসসিতে ৪ দিনে উঠেছে সোয়া ৫ কোটি টাকা

শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশা-বয়সী মানুষ টিএসসিতে কাজ করছেন। ছবি: সিরাজুল ইসলাম/স্টার

সারাদেশের বন্যাদুর্গতদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে গত চার দিনে পাঁচ কোটি ২৩ লাখ টাকার বেশি অর্থ সংগ্রহ হয়েছে।

রোববার এই তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান বলেন, টিএসসিতে বুথ স্থাপনসহ শিক্ষার্থীরা অনলাইন ও ব্যাংকের মাধ্যমে এই পরিমাণ তহবিল সংগ্রহ করেছে।

তিনি আরও জানান, ৫০টি ট্রাকে শুকনো খাবার ও মিনারেল ওয়াটারসহ প্রয়োজনীয় জিনিসসহ প্রায় ৫০ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে তিন হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus to attend World Governments Summit in UAE

Asked about the ongoing visa restrictions for Bangladeshis, Rafiqul said the issue would be raised during bilateral discussions at the summit

28m ago