জাবির হলে বিদ্যুৎ নেই, মেইন গেটের বাইরে বিজিবি

ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটকের কাছে পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে বিজিবির অবস্থান। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাতে বিভিন্ন হলে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। 

এদিকে রাত সাড়ে ১০টা থেকে হলে বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। 

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, পুলিশের একটি সূত্র জানিয়েছে যে রাতে আর বিদ্যুৎ আসার সম্ভাবনা নেই।

ক্যাম্পাসের ভেতরে পুলিশের সাঁজোয়া যান। ছবি: স্টার

বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে।

রাতে কয়েকজন শিক্ষার্থীকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে।

এদিকে ক্যাম্পাসের ভেতরে প্রধান ফটকের কাছে পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত আছে। ক্যাম্পাসের বাইরে বিজিবি মোতায়েন করা আছে।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জাবি প্রক্টর আলমগীর কবিরকে একাধিকবার ফোন দিলেও, তিনি ফোন ধরেননি।

এর আগে, সন্ধ্যায় প্রশাসনিক ভবন থেকে অবরুদ্ধ উপাচার্যকে বের করে নিয়ে আসে পুলিশ।

বিকেলে ক্যাম্পাসে প্রবেশের পর পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয় ও একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন হলে গিয়ে অবস্থান নেয়।

 

Comments