এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির

ছাত্রশিবিরের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ পেলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রশিবিরের কমিটি।

মঙ্গলবার রাতে 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়' নামের ফেসবুক পেজে বিবৃতি প্রকাশের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেয় সংগঠনটি।

বিবৃতিতে জাবি ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রচার সম্পাদকের পরিচয় প্রকাশ করা হয়েছে।

সভাপতি হারুনুর রশিদ রাফি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র; সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র এবং প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি ২০১৭-১৮ সেশনের দর্শন বিভাগের ছাত্র।

১৯৮৯ সালের ১৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

তবে, শিবিরের বিবৃতিতে দাবি করা হয়েছে, ১৯৮৯ সালের ১৫ আগস্ট সিনেটের বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হলেও আসলে কখনই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

2h ago