কোটা আন্দোলন

হেলমেট পরে লাঠি-হকিস্টিক হাতে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ

আজ বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করার কথা রয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র।
কোটা আন্দোলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: আনিসুর রহমান/ স্টার

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের 'মোকাবিলা' করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিতে শুরু করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিক থেকে তারা সেখানে অবস্থান নিতে শুরু করেন।

ঘটনাস্থল থেকে আমাদের আলোকচিত্রী আনিসুর রহমান জানান, রাজু ভাস্কর্যের সামনে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি বড় অংশকে হেলমেট পরে থাকতে দেখা গেছে। তাদের প্রায় সবার হাতে রয়েছে লাঠি ও হকিস্টিক।

আজ বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করার কথা রয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে'র।

এর আগে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন।

কোটা আন্দোলন
রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের অবস্থান। ছবি: আনিসুর রহমান/স্টার

এ হামলার বিষয়ে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করছে।

কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল হামলা চালায় ছাত্রলীগ। এ হামলায় আহত অন্তত ৫০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, 'আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে।'

তিনি আরও বলেন, 'আমাদের আন্দোলন চলবে।'

Comments