শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিতে উপাচার্যদের নির্দেশ ইউজিসির

শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে উপাচার্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির সচিব ফেরদৌস জামানের সই করা এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। 

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করে সুপ্রিম কোর্টের আদেশের উল্লেখ করে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইউজিসি এ চিঠি দিয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন। আদালতের এসব পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

নির্দেশনাগুলো হলো—প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হয়েছে।

দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তাদের ছাত্র-ছাত্রীদের নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন বলে আদালত আশা করে।

এছাড়া, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরতে পারবেন। আদালত মূল দরখাস্ত নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবেন।

 

Comments

The Daily Star  | English

48-hr sit-in begins for fair share of Teesta water

The demonstration is being held simultaneously across five districts—Lalmonirhat, Kurigram, Rangpur, Nilphamari, and Gaibandha

38m ago