কোটা আন্দোলন

আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

বিকেলে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে জাবি শিক্ষার্থীরা। ছবি: স্টার

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডেইরিগেট এলাকায় জড়ো হন তারা।

পরে শিক্ষার্থীরা বিভক্ত হয়ে মহাসড়কের প্রান্তিক গেট ও এমএইচ হল সংলগ্ন গেট অবরোধ করে। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আজকের জন্য অবরোধ তুলে নেওয়া হয়েছে। 

জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এএফএম সায়েদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষার্থীরা আজও মহাসড়ক অবরোধ করেছে। মহাসড়কে পুলিশ অবস্থান নিয়ে আছে।'

Comments