যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার ওসি
আবুল হাসানকে আজ আদালতে হাজির করা হয়। ছবি: এমরুল হাসান বাপ্পী/ স্টার

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গত ১৮ জুলাই শিক্ষার্থী সাকিব হাসানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানান, মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম মো. আরিফুর রহমান সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪০ জনের বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় শ্রমিক দলের নেতা আবু বকর (৫৫)।

আদালতে দাখিল করা পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

Comments