ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রলীগের সংহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গাজায় ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল ১১টায় ঢাবি ছাত্রলীগের উদ্যোগে মধুর ক্যানটিনের সামনে থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন।
পদযাত্রাটি ভিসি চত্বর-ফুলার রোড-কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে দুপুর ১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। এরপর শিক্ষার্থীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ জানিয়েছেন, ছাত্রলীগের কয়েকটি সহযোগী সংগঠনের শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছেন। এই কর্মসূচিতে মোট প্রায় তিন থেকে সাড়ে তিন হাজারের মতো শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় ইসরায়েলের গণহত্যায় সহায়তা না করার দাবিতে সারাবিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
Comments