রাবির আহত ৪ শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে

তিন জনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়
স্টার ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসায় ঢাকায় পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৭টায় অ্যাম্বুলেন্সে করে তাদেরকে ঢাকার দুটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক।

আহত শিক্ষার্থীরা হলেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেসবাউল ইসলাম সায়েম, আইন বিভাগের শিক্ষার্থী আল আমিন ও শাহরুখ মাহমুদ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আলিমুল সাকিব।

প্রক্টর জানান, তাদের মধ্যে তিন জনকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে এবং একজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিজ্ঞান বিভাগের প্রধান ডা. ইউসুফ আলী জানান, আহত তিন শিক্ষার্থীর চোখে ছররা গুলি ঢুকেছিল। ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আমরা তাদের রেফার করেছি।

 

Comments