রাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি ছিলেন ছাত্রলীগের কর্মী

মাসুদ কিবরিয়া

রাবি ছাত্র ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সভাপতি মাসুদ কিবরিয়ার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সদ্য নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন। তবে তার ভাষ্য, হলের সিট পেতে ছাত্রলীগের সহায়তা নিলেও তিনি ছাত্রলীগের দলীয় কর্মসূচিতে যেতেন না।

গতকাল শনিবার ছাত্র ইউনিয়ন রাবি সংসদের ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির ৩২তম কাউন্সিলে মাসুদ কিবরিয়াকে সভাপতি ও পরমা মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে প্রশ্ন করা হলে মাসুদ কিবরিয়া বলেন, 'হ্যাঁ আমি মানছি, হলে সিট পাওয়ার জন্য আমি ছাত্রলীগের সাহায্য নিয়েছি। কিন্তু পরবর্তীতে ছাত্রলীগের কোনো কার্যক্রমে যেতাম না। এ কারণে তারা আমাকে হল থেকে বের করে দেয়। আমি ছাত্রলীগের কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা নই।'

তিনি আরও বলেন, গত ১৫ বছর ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসে কোনো সংগঠনের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমি চাই সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকুক। বাম মতাদর্শে আগ্রহী সবার জন্য ছাত্র ইউনিয়নের দরজা সবসময়ই খোলা। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।'

ছাত্রলীগের সাবেক কর্মীকে সভাপতি করার ব্যাপারে মন্তব্য জানতে চাইলে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা দ্য ডেইলি স্টারকে বলেন, তার প্রথম বর্ষে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার তথ্য আছে। কিন্তু সেটি ছিল শুধুই হলে সিট পাওয়ার জন্য। এরপর তিনি ছাত্রলীগের কোনো কার্যক্রমে অংশ নেননি। তাকে হল থেকে বেরও করে দেওয়া হয়েছিল। প্রায় দুই আড়াই বছর ধরে মাসুদ কিবরিয়া ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত। তিনি সক্রিয়ভাবে জুলাই বিপ্লবেও অংশ নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago