কাভার্ড ভ্যান আটকে ছিনতাই: ৩ ছাত্রলীগ কর্মীকে ঢাবি থেকে বহিষ্কার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাভার্ড ভ্যান আটকে চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বহিষ্কৃতরা হলেন-থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান (হাজী মুহম্মদ মুহসীন হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২) এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ (বিজয় একাত্তর হল, শিক্ষাবর্ষ ২০২১-২০২২)। তারা ছাত্রলীগের ঢাবি শাখার কর্মী বলে জানা গেছে।
এর আগে, ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগ এই তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করে।
আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ মঙ্গলবার তাদেরকে সাময়িক বহিষ্কারের অনুমোদন দেন।
এই তিন শিক্ষার্থীকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে এবং ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
Comments