ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল

টিএসসি থেকে ‘ফ্যাসিবাদের কফিন মিছিল’ শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয়। ছবি: পলাশ খান/স্টার

আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে 'ফ্যাসিবাদের কফিন মিছিল' শীর্ষক ব্যানারে এই মিছিল শুরু হয়।

ছবি: পলাশ খান/স্টার

মিছিলটি পরে রোকেয়া হলের সামনে দিয়ে কলাভবন প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের সামনে এসে শেষ হয়।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা কফিন মিছিল শেষে বর্তমানে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান করছেন। এসময় তাদের ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago