চবির শাটল ট্রেনের ইঞ্জিন বিকল, নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে দোহাজারী ও নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে ষোলশহর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে শহরগামী ওই ট্রেনের যাত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন।

ট্রেনটির যাত্রী চবি শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, 'নিউমার্কেট এলাকায় টিউশনে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম। বিকল হয়ে যাওয়ায় এখন বাসে করে গন্তব্যে যাচ্ছি।'

ষোলশহর জংশনের সহকারী স্টেশন মাস্টার পপী রাণী বর্মন দ্য ডেইলি স্টারকে বলেন, 'যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটি বন্ধ হয়ে গেছে। বিষয়টি মেকানিক্যাল বিভাগকে জানানো হয়েছে। ট্রেন বিকল হয়ে যাওয়ায় নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।'

ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসে।

Comments