মধ্যরাতে ঢাবি ক্যাম্পাসে সাকিব, খেললেন ব্যাডমিন্টন
ভারতের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ জিতে রোববার মধ্যরাতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সেখানে তিনি ব্যাডমিন্টনও খেলেন শিক্ষার্থীদের সঙ্গে।
সাকিবকে ক্যাম্পাসে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।
সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী ইমরান নাজির। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি খুব ভাগ্যবান মানুষ যে সাকিবের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পেরেছি।'
তিনি আরও জানান, রাত ১২টার দিকে হাকিম চত্বরে আসেন সাকিব। মিনিট দশেক পর খেলা ছেড়ে চলে যান।
সাকিবের সঙ্গে কিছু সময় কাটাতে পেরে খুব উচ্ছ্বসিত ছিলেন ইমরান।
Comments