ঢাবির অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অফিস খোলা ও বন্ধের নতুন সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার নতুন সময়সূচি কার্যকর হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। 

নামাজ ও দুপুরের খাবারের জন্য দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত দপ্তরের অফিসের সময়সূচি পুনর্নির্ধারণের পর ঢাবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলো।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকত।  

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিস্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি সেবার অফিস নতুন সময়সূচির আওতা বহির্ভূত থাকবে বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

What if the US election ends in a Trump-Harris tie?

While not highly likely, such an outcome remains possible, tormenting Americans already perched painfully on the edge of their seats ahead of the November 5 election

3h ago