কক্সবাজার থেকে ঢাকায় ২০ হাজার ইয়াবা এনে গ্রেপ্তার বাবা-ছেলে
ঢাকায় ২০ হাজার পিস ইয়াবার চালান পৌঁছে দিতে এসে গ্রেপ্তার হয়েছেন বাবা-ছেলে। ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান ও পরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি হয়ে ঢাকায় এসেছিলেন তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাবিব উল্লাহ (৫০) এবং তার ছেলে মো. ছালাহ উদ্দিন (১৯)। কক্সবাজারেই তাদের বাড়ি। গতকাল যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদে হাবিব উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ইয়াবা চোরাচালানে বিকল্প পথ নেন তারা। কক্সবাজার হতে প্রথমে বান্দরবান–রাঙ্গামাটি ও সেখান থেকে খাগড়াছড়ি হয়ে লোকাল বাসে কয়েক ধাপে তারা ফেনীতে আসেন। সেখান থেকে তারা ছেলে ছালাহ উদ্দিন আগের গাড়িতে রওনা হন আর তিনি আসেন পরের গাড়িতে। ছালাহ উদ্দিন টোলপ্লাজাসহ গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ব্যাপারে আগেভাগে হাবিব উল্লাহকে জানিয়ে দেন। তার কাছ থেকে সবুজ সংকেত পেলে ইয়াবার চালান নিয়ে ঢাকায় ঢোকেন তিনি।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, এই কৌশলে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলেও ইয়াবা পাচার করেছেন তারা।
Comments