সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান ইয়াবাসহ আটক

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানকে ১২ হাজার ২৭৪টি ইয়াবাসহ আটক করেছে কোস্টগার্ড।
আজ শনিবার ভোররাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ার বাসিন্দা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, মুজিবুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে একটি বস্তায় লুকিয়ে রাখা ইয়াবা জব্দ করা হয়।
সিয়াম-উল-হক জানান, আটক মুজিবুর রহমানকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Comments