লিংকডইনে চাকরি খোঁজা সহজ করবেন যেভাবে
প্রফেশনালদের জনপ্রিয় নেটওয়ার্ক লিংকডইন, যেখানে রয়েছে ক্যারিয়ার গড়ে তোলার অগণিত সব সুযোগ। এ ছাড়া, নতুন চাকরি খোঁজার ক্ষেত্রেও লিংকডইন অত্যন্ত ভালো একটি প্ল্যাটফর্ম। পেশাদার কিংবা নতুন সবার জন্যই লিংকডইনে রয়েছে পছন্দমতো চাকরি খুঁজে পাওয়ার সুযোগ।
চলুন দেখে নেওয়া যাক, নতুন চাকরি খোঁজার ক্ষেত্রে লিংকডইন যেভাবে সহায়ক হতে পারে।
ভ্যানিটি ইউআরএল
লিংকডইনের মাধ্যমে চাকরি খোঁজার প্রথম ধাপগুলোর মধ্যে একটি হলো ভ্যানিটি ইউআরএল তৈরি। লিংকডইনে আপনার অনন্য পরিচয় তুলে ধরতে এই কাস্টমাইজড ওয়েব অ্যাড্রেসটি সাহায্য করে। এর মাধ্যমে অন্যরা আপনাকে সহজে খুঁজে পেতে পারে এবং যোগাযোগ করতে পারে। সংখ্যা এবং এলোমেলো অক্ষরের সমন্বয়ে তৈরি সাধারণ ইউআরএলের পরিবর্তে, ভ্যানিটি ইউআরএল আপনার পছন্দমতো কাস্টমাইজড নাম ব্যবহার করে।
ভ্যানিটি ইউআরএল তৈরি করবেন যেভাবে
- আপনার লিংকডইন প্রোফাইল থেকে হোমপেজের উপরের মি আইকনে ক্লিক করুন।
- ড্রপডাউন মেনু থেকে ভিউ প্রোফাইল অপশনটি সিলেক্ট করুন।
- আপনার প্রোফাইলের ডানদিকে এডিট পাবলিক প্রোফাইল এবং এডিট ইউআরএল অপশনে ক্লিক করুন।
- পৃষ্ঠার ডানদিকে এডিট ইউআরএল বিভাগের অধীনে, আপনার বর্তমান ইউআরএলের পাশে পেন্সিল আইকনে ক্লিক করুন।
- সেখানে আপনার পছন্দসই ভ্যানিটি ইউআরএল লিখুন। ব্র্যান্ডিংয়ের জন্য আপনি সেখানে আপনার নাম কিংবা নামের সঙ্গে পেশাও ব্যবহার করতে পারেন।
- নতুন ভ্যানিটি ইউআরএলটি চূড়ান্ত করতে সেভ অপশনে ক্লিক করুন।
লিংকডইন হেডার
আপনার লিংকডইন প্রোফাইল হেডারটি একটি ডিজিটাল বিজনেস কার্ডের মতো। যা আপনাকে পেশাদার জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মানুষ যখন আপনার প্রোফাইলে যায় তখন প্রথমেই এটি দেখে। তাই প্রথম দেখাতেই বাজিমাত করতে কার্যকরভাবে এটি ব্যবহার করুন।
হেডারটি আপনার প্রোফাইল ফটো, শিরোনাম এবং ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে গঠিত। একটি আকর্ষণীয় ব্যক্তিগত ব্র্যান্ড তৈরিতে এটি অবদান রাখে। এর প্রতিটি উপাদান কার্যকরভাবে সাজাবেন যেভাবে-
প্রোফাইল ফটো
প্রোফাইলের জন্য একটি পেশাদার ছবি বেছে নিন। যেন আপনাকে আত্মবিশ্বাসী, বন্ধুত্বপূর্ণ এবং একজন দক্ষ পেশাদার মনে হয়।
শিরোনাম
একটি আকর্ষণীয় শিরোনাম তৈরি করুন। যেখানে আপনার দক্ষতা এবং অনন্য বৈশিষ্ট্যগুলো তুলে ধরুন। শুধু আপনার কাজের শিরোনাম বলার পরিবর্তে আপনার দক্ষতা, পেশায় আপনার অনন্য অবদান সম্পর্কে তথ্যগুলোও অন্তর্ভুক্ত করুন। যা আপনাকে অনন্য করে তুলবে এবং সম্ভাব্য নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করতে সহায়তা করবে।
ব্যাকগ্রাউন্ড ফটো
ব্যাকগ্রাউন্ড ফটো হলো আপনার প্রোফাইলের ব্যানার ইমেজ। এই জায়গায় আপনার কাজের ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছবি, অনুপ্রেরণামূলক উদ্ধৃতি, আপনার ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী আকর্ষণীয় কোনো নকশা, ইত্যাদি দিতে পারেন। আপনি ক্যানভা ব্যবহার করে সহজেই একটি পেশাদার লিংকডইন ব্যকগ্রাউন্ড ব্যানার তৈরি করতে পারবেন।
অ্যাবাউট
আপনার পেশাদার জীবনের অভিজ্ঞতার গল্প বলতে, আপনার দক্ষতা, কৃতিত্ব, আকাঙক্ষা ইত্যাদি প্রকাশ করতে আপনার প্রধান প্রোফাইলের অ্যাবাউট বিভাগটি ব্যবহার করুন। এই অংশে আপনার কর্মজীবনের যাত্রা এবং ভবিষ্যতের পরিকল্পনা বা উচ্চাকাঙ্ক্ষাগুলোও তুলে ধরার চেষ্টা করুন। এখানে আকর্ষণীয়ভাবে ব্যাখ্যার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে সবার কাছে উজ্জ্বলভাবে তুলে ধরতে পারবেন। এই অংশটি নিয়ে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করতে ভয় পাবেন না।
ফিচারড
লিংকডইনের ফিচারড বিভাগটির মাধ্যমে আপনি আপনার সেরা সেরা কাজগুলো যেমন, গবেষণা, নিবন্ধ, উপস্থাপনা, প্রকল্প ইত্যাদি প্রদর্শন করতে পারবেন। আপনার কৃতিত্বগুলো তুলে ধরতে এটি খুবই কার্যকর। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার বাস্তব উদাহরণ প্রদান করতে আপনার প্রধান প্রোফাইল পৃষ্ঠার এই অপশনটি ব্যবহার করুন।
অভিজ্ঞতা
লিংকডইনের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা বিভাগে আপনি আপনার কাজের ইতিহাস, দায়িত্ব এবং কৃতিত্বসহ আপনার পেশাদার জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরতে পারবেন। এখানে আপনার পেশাদার জীবনের মূল কৃতিত্বগুলো তুলে ধরতে ভুলবেন না। আপনি আপনার প্রধান প্রোফাইল পৃষ্ঠায় এই বিভাগটি পাবেন।
চাকরির সন্ধান
লিংকডইনে চাকরি অনুসন্ধানের ফিচারটি অত্যন্ত শক্তিশালী। এর মাধ্যমে আপনি বিভিন্নরকম সুযোগ অন্বেষণ করতে পারবেন। চাকরির ক্ষেত্র, অবস্থান, অভিজ্ঞতার স্তর এবং আরও অনেক কিছুর ওপর ভিত্তি করে আপনার অনুসন্ধানের ফলাফলগুলো ফিল্টার করতে পারবেন। জব নেটওয়ার্কিংয়ের জন্য লিংকডইনের অ্যাডভান্সড সার্চ অপশনটি ব্যবহার করবেন যেভাবে-
- জবস ট্যাবে ক্লিক করুন।
- শিরোনাম, দক্ষতা বা কোম্পানি দ্বারা অনুসন্ধান করতে সার্চ বার ব্যবহার করুন।
- পৃষ্ঠার শীর্ষে থাকা মেন্যুতে ফিল্টারগুলো সিলেক্ট করুন।
- ফলাফল দেখতে সার্চে ক্লিক করুন।
কমিটমেন্টস
অনেক নিয়োগকর্তারা এখন তাদের লিংকডইন পেজে প্রতিশ্রুতি বা অঙ্গীকারনামা প্রদর্শন করে থাকেন। যা কমিটমেন্টস হিসেবে পরিচিত। এর মাধ্যমে কোম্পানিগুলো নির্দিষ্ট বিষয়ে কিংবা উদ্যোগের প্রতি কতটা নিবেদিত তার প্রমাণ দিয়ে থাকে। চাকরির পোস্টিং ব্রাউজ করার সময়, এই প্রতিশ্রুতি বা অঙ্গীকারনামাগুলো খেয়াল করুন। এগুলোর সঙ্গে আপনার চিন্তাধারা মিললে আপনার তখন সেখানে আবেদন করা সুবিধাজনক হবে।
এই ফিচারটি ব্যবহার করবেন যেভাবে-
- জবস ট্যাবে ক্লিক করুন।
- একটি চাকরি অনুসন্ধান করুন।
- পৃষ্ঠার শীর্ষে থাকা মেন্যুতে অল ফিল্টারে ক্লিক করুন।
- নিচে স্ক্রল করে 'কমিটমেন্টস' অপশনে যান। সেখানে আপনি কোম্পানিগুলোর যেসব বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তার একটি তালিকা দেখতে পারবেন।
উদাহরণস্বরূপ, আপনি কর্মজীবনে উন্নতি এবং শিক্ষা; পরিবেশগত স্থায়িত্ব; কাজ ও জীবনের ভারসাম্য; বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি; সামাজিক প্রভাব, ইত্যাদির মতো বিষয়গুলো খুঁজে পাবেন।
- আপনার সঙ্গে যেগুলো যায় সেগুলোয় ক্লিক করুন।
- শো রেজাল্টস অপশনে ক্লিক করুন।
এ ছাড়া, কোনো কোম্পানির কমিটমেন্টস দেখার আরেকটি উপায় হচ্ছে সেটির প্রোফাইল পৃষ্ঠার যাওয়া। কোম্পানি এই অপশনটি চালু রাখলে অ্যাবাউটে ক্লিক করলে আপনি সেটি দেখতে পারবেন।
'ইন্টারেস্টেড' ফিচার
কোম্পানির লিংকডইন পৃষ্ঠায় গিয়ে 'আই এম ইন্টারেস্টেড' বাটনে ক্লিক করে সেটির প্রতি আপনার আগ্রহ প্রকাশ করতে পারেন। এর মাধ্যমে আপনার প্রোফাইলটি নিয়োগকারীদের নিকট পৌঁছে যাবে। এ ছাড়া এক বছর পর্যন্ত আপনি সেই কোম্পানির সবশেষ আপডেট এবং চাকরির পোস্টিংগুলোও পাবেন।
এই ফিচারটি ব্যবহার করবেন যেভাবে
- আপনার প্রোফাইল পেজ থেকে সার্চ বারে কোম্পানিটি অনুসন্ধান করুন।
- কোম্পানির পেজে যান।
- কোম্পানির পেজে অ্যাবাউট বিভাগে যান।
- নিচে স্ক্রল করে ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী কি না এরকম একটি বিভাগ পাবেন।
- সেখানে 'আই এম ইন্টারেস্টেড' বাটনে ক্লিক করুন।
যদিও, সব কোম্পানি তাদের পেজে এই বিভাগটি চালু রাখে না।
নেটওয়ার্কের মধ্যে নিয়োগ পেতে
আপনার নেটওয়ার্কের মধ্যে কাজের সুযোগগুলো আবিষ্কার করতে জবস ট্যাবটি ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে কারও কোম্পানি নিয়োগ করছে কি না তা দেখতে পারবেন। এই ফিচারটি লুকিয়ে থাকা চাকরি পাওয়ার পাশাপাশি একটি রেফারেল পাওয়ার সম্ভাবনাকেও বাড়িয়ে তোলে।
ফিচারটি ব্যাবহার করতে-
- জবস ট্যাবে ক্লিক করুন।
- নিচে স্ক্রল করে 'হায়ারিং ইন ইউর নেটওয়ার্ক' অপশনে যান।
- ফ্ল্যাগ আইকনে ক্লিক করে কাজটি সেভ করুন। চাকরিটি সেভ হলে একটি পপআপে সেটি দেখানো হবে।
- আপনার সেভ করা সবগুলো জব দেখতে পপআপে 'সি সেভড জবস'-এ ক্লিক করুন।
লিংকডইন রেজ্যুমে
লিংকডইন প্রোফাইলে আপনি সরাসরি আপনার রেজ্যুমে বা জীবনবৃত্তান্ত আপলোড করতে পারবেন। এ ছাড়া আপনি স্বয়ংক্রিয়ভাবে নিয়োগকারীদের সঙ্গে আপনার জীবনবৃত্তান্ত শেয়ার করতে পারবেন। আপনার জীবনবৃত্তান্ত আপলোড এবং শেয়ার করতে-
- আপনার প্রোফাইল পেজ থেকে জবস আইকনে ক্লিক করুন।
- বামদিকের মেনুতে, অ্যাপ্লিকেশন সেটিংসে ক্লিক করুন।
- আপলোড রেজ্যুমে নির্বাচন করে আপনার জীবনবৃত্তান্তের ফাইলটি নির্বাচন করুন।
- আপনার জীবনবৃত্তান্তের জন্য একটি বর্ণনামূলক শিরোনাম দিন। যা এর বিষয়বস্তুগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করবে।
- আপনি যদি নিয়োগকর্তাদের কাছে আপনার জীবনবৃত্তান্ত শেয়ার করতে চান, তাহলে 'শেয়ার ইউর রেজ্যুমে ডেটা উইদ অল রিক্রুটারস' অপশনটি টগল করুন।
- আপনার লিংকডইন প্রোফাইলে জীবনবৃত্তান্তটি আপলোড এবং প্রদর্শন করতে 'অ্যাপ্লাই' বা 'সেভ'-এ ক্লিক করুন।
এ ছাড়া আপনি আপনার লিংকডইন প্রোফাইলে যোগ করা তথ্যগুলো ব্যবহার করেও একটি জীবনবৃত্তান্ত তৈরি করতে পারেন। আপনার লিংকডইন প্রোফাইলের তথ্য থেকে সয়ংক্রিয়ভাবে একটি জীবনবৃত্তান্ত তৈরি করতে-
- আপনার প্রোফাইল পৃষ্ঠা থেকে জবস আইকনে ক্লিক করুন।
- বামদিকের মেনুতে 'রেজ্যুমে বিল্ডার'-এ ক্লিক করুন।
- 'ক্রিয়েট ফ্রম প্রোফাইল' অপশনটি নির্বাচন করুন। 'চুজ ইউর ডিজায়ারড জব' নামের একটি উইন্ডো দেখতে পাবেন।
- আপনার কাজের শিরোনাম যোগ করুন। আপনি টাইপ করা শুরু করলে চাকরির শিরোনামের তালিকা উপস্থিত হবে। সেই তালিকা থেকে বেছে নিন।
- অ্যাপ্লাই অপশনে ক্লিক করুন। আপনার লিংকডইন প্রোফাইল একটি রেজ্যুমে আকারে চলে আসবে।
- পিডিএফ-এ ক্লিক করুন।
দক্ষতা দিয়ে চাকরি
লিংকডইনের স্কিলস ম্যাচিং ফিচারটির মাধ্যমে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির পোস্টিংগুলো খুঁজে পেতে পারেন। তাই প্রোফাইলে আপনার দক্ষতাগুলো রাখতে ভুলবেন না। আপনার দক্ষতার সঙ্গে মানানসই চাকরি খুঁজে পেতে এই ক্ষেত্রটি সর্বদা আপডেটেড রাখুন।
এই ফিচারটি ব্যবহার করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন-
- জবস ট্যাবে ক্লিক করুন।
- চাকরির জন্যে সন্ধান করুন।
- আপনি যে চাকরিটিতে আগ্রহী তাতে ক্লিক করুন।
- চাকরির কাজের বিবরণের নিচে স্ক্রল করে 'স্কিলস অ্যাসোসিয়েটেড উইদ দ্য জব' অপশনে যান। সেখান থেকে আপনি আপনার প্রোফাইলে দক্ষতার সংখ্যা এবং আপনার প্রোফাইলে অনুপস্থিত দক্ষতার সংখ্যা দেখতে পাবেন।
ক্রিয়েটর মোড
আপনার কনটেন্টগুলো প্রদর্শন করতে এবং প্রোফাইলে এনগেজমেন্ট বাড়াতে আপনার লিংকডইন প্রোফাইলের ক্রিয়েটর মোডটি চালু করুন। এর মাধ্যমে আপনি আপনার পোস্টগুলোকে হাইলাইট করতে, নিউজলেটার তৈরি করতে এবং বিভিন্ন অনলাইন ইভেন্ট সংগঠিত করতে পারবেন। ফিচারটি চালু থাকলে লিংকডইন সদস্যরা সহজেই আপনাকে অনুসরণ করতে পারে।
ফিচারটি চালু করবেন যেভাবে-
- আপনার লিংকডইন প্রোফাইল থেকে রিসোর্সেস অপশনে যান।
- ক্রিয়েটর মোডে ক্লিক করুন। একটি পপআপ প্রদর্শিত হবে।
- নেক্সট-এ ক্লিক করুন।
- আপনি কী ধরনের পোস্ট করেন তা আপনার ফলোয়ারদের দেখাতে 'টপিকস দ্যট উইল বি ডিসপ্লেড অন ইউর প্রোফাইল' অপশনটি সিলেক্ট করুন।
- নিচে ক্রিয়েটর টুলে স্ক্রোল করুন। সেখানে লিংকডইন লাইভ, অডিও ইভেন্ট, নিউজলেটার এবং ফলো লিংক পাবেন। ক্রিয়েটর মোড চালু করলে ফলো লিংকটি সক্রিয় হয়ে যাবে।
- টার্ন অন অপশনে ক্লিক করুন।
ওপেন টু ওয়ার্ক
ওপেন টু ওয়ার্ক অপশনটি সক্রিয় করা থাকলে আপনার প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ ফ্রেম যুক্ত হবে। যার মাধ্যমে নিয়োগকারীরা বুঝবে আপনি কাজ করার জন্যে প্রস্তুত কিংবা কাজ খুঁজছেন।
এই ফিচারটি ব্যবহার করতে
- আপনার লিংকডইন প্রোফাইল থেকে ওপেন টু ওয়ার্ক বক্সটি খুঁজে বের করুন।
- পেন্সিল আইকনে ক্লিক করুন।
- আপনি কোন কোন কাজ করতে ইচ্ছুক সেগুলো পছন্দ করুন।
- ভিজিবিলিটির ক্ষেত্রে অল লিংকডইন মেম্বারস নির্বাচন করুন।
- সেভ-এ ক্লিক করুন।
আপনার প্রোফাইল ফটোতে একটি হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক ফ্রেম চলে আসবে।
লিংকডইন-এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং টুলস ব্যবহার করে আপনি প্রতিযোগিতামূলক চাকরিক্ষেত্রে নিজেকে সুসজ্জিত করে গড়ে তুলতে পারেন। উল্লেখিত বেশিরভাগ টুলস বা সুবিধাই বিনামূল্যে পাওয়া যায়। তাই সেগুলো আপনার সুবিধার্থে ব্যবহার করুন।
এ ছাড়া অন্যান্য লিংকডইন সদস্যদের ভালো ভালো চর্চা বা বিষয়গুলো অনুশীলন করতে কিংবা অনুসরণ করতেও দ্বিধা করবেন না।
তথ্যসূত্র: এমইউও
গ্রন্থনা: আহমেদ বিন কাদের অনি
Comments