আইফোনে ভিডিও রোটেট করবেন যেভাবে

আইফোনে ভিডিও রোটেট করবেন যেভাবে
ছবি: অ্যাপল ইনসাইডার

এমনকি কখনো হয়েছে, আইফোনে কোনো একটি ভিডিও আপনি ল্যান্ডস্কেপ মোডে ধারণ করেছিলেন, কিন্তু পরে দেখার সময় দেখলেন সেটি পোর্টেট মোডে চলছে? এই সমস্যার খুব সহজ একটি সমাধান আছে। 

যদি এই সমস্যায় কখনো পড়েন, তাহলে পুনরায় সেই ভিডিওটি ধারণ করার দরকার নেই। আইফোনের 'ফটোস' অ্যাপের সাহায্যে ভুল ওরিয়েন্টেশনের ভিডিও সহজেই রোটেট করা সম্ভব। 

কীভাবে আইফোনে তোলা ভুল ওরিয়েন্টেশনের ভিডিও রোটেট করব?

যখন দেখবেন আপনার ধারণ করা ভিডিওটি ভুল ওরিয়েন্টেশনে চলছে, তাহলে এই সহজ ধাপগুলো সম্পন্ন করে সেটিকে ঠিক করে ফেলুন:

  • প্রথমে 'ফটোস' অ্যাপে গিয়ে ভিডিওটি প্লে করুন।
  • উপরে ডান পাশে কোনায় 'এডিট' অপশনে ক্লিক করুন।
  • এবার নিচের দিকের মেনু থেকে 'ক্রপ'  অপশনে ক্লিক করুন, এরপর উপরে বাম পাশে কোনায় 'রোটেট' আইকনে (বর্গাকৃতির বক্সের সঙ্গে অ্যারো চিহ্ন) ক্লিক করুন।
  • ভিডিওটি ৯০ ডিগ্রি ঘোরানোর জন্য এই রোটেট আইকনে একবার ক্লিন করুন, ১৮০ ডিগ্রি ঘোরানোর জন্য ২ বার ক্লিক করুন। এভাবে নিজের পছন্দমতো ওরিয়েন্টশেন না আসা পর্যন্ত ক্লিক করতে থাকুন। 
  • কাজ শেষ হলে 'ডান' অপশনে ক্লিক করুন। 

আইফোনে ভিডিও এডিটিং অ্যাপ দিয়েও এই সমস্যা সমাধান করা সম্ভব। সে ক্ষেত্রে 'আইমুভিজ' অ্যাপটি ইনস্টল থাকতে হবে। এভাবে সমাধান করতে হলে যা করতে হবে- 

  • প্রথমে 'ফটোস' অ্যাপে গিয়ে ভিডিওটি চালু করতে হবে।
  • স্ক্রিনের ওপরে ডান পাশে কোনায় থাকা 'এডিট' অপশনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনের একই অংশে 'থ্রি ডট (...)' অপশনে ক্লিক করুন।
  • স্ক্রিনের নিচের অংশে 'আইমুভিজ' অ্যাপ দেখাবে, সেটিতে ক্লিক করুন।
  • এবার ২ আঙুল দিয়ে ভিডিওটি যেদিকে রোটেট করতে চান, সেটিকে রোটেট করুন এবং শেষে 'ডান' অপশনে ক্লিন করে ভিডিওটি সেভ করুনঠ।

ক্যামেরার রোটেশন পরিবর্তন হয়েছে কি না কীভাবে বুঝবেন?

এই সমস্যা এড়ানোর প্রথম ধাপ হচ্ছে ভিডিও রেকর্ডের সময় ক্যামারিটি সঠিক ওরিয়েন্টেশনে ভিডিওটি রেকর্ড করছে কি না, সেটি যাচাই করা। 

ধরুন, আপনি ল্যান্ডস্কেপ মোডে একটি ভিডিও রেকর্ড করতে চাইছেন এবং সেজন্য আফোনটিকে আনুভূমিকভাবে ধরে ভিডিও ক্যামেরা চালু করলেন। কিন্তু রেকর্ড শুরু করার আগে দেখে নিন জুম ইনডিকেটরটিও (0.5x and 1x) ল্যান্ডস্কেপ মোডে রোটেট হয়েছে কি না। পোট্রেট ভিডিও রেকর্ডের সময়ও একইভাবে যাচাই করে নিতে পারেন। এটা নিশ্চিত করতে পারলে ভিডিও আর ভুল ওরিয়েন্টেশনে রেকর্ড হবে না। 

 

তথ্যসূত্র: মেকইউজঅব, বিজনেজ ইনসাইডার

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

36m ago