ফেসবুক ফলোয়ারদের প্রতি যত্নশীল হোন

ফেসবুক ফলোয়ারদের প্রতি যত্নশীল হোন
ছবি: রয়টার্স

ফেসবুকে আপনার অনেক বন্ধু থাকতে পারে, কিন্তু তারা যে সব সময় আপনার করা পোস্ট, ছবি দেখছেন, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন সেটা নাও হতে পারে। তবে যারা আপনার ফ্রেন্ড না হয়েও শুধু ফলো করেন; ধরে নিতে পারেন আপনার প্রতি তাদের বিশেষ আগ্রহ আছে। আপনার পোস্টের বেশিরভাগ লাইক-কমেন্ট আসে তাদের কাছ থেকে।

তাই আপনি যদি ফেসবুকে বন্ধু বাড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি ফলোয়ার পেতে চান। তাহলে আপনাকে ফলোয়ারদের প্রতিও যত্নবান হতে হবে। দেখতে হবে কারা আপনাকে ফেসবুকে ফলো করছেন, তাদের বয়স, এবং কোন বিষয়েগুলোর প্রতি তাদের আগ্রহ বেশি। 

এসব তথ্য জানার পর আপনি চাইলে আপলোড করা ছবি, পোস্ট কিংবা প্রোডাক্টগুলো ফলোয়ারদের চাহিদা অনুযায়ীও পরিবেশন করতে পারবেন। নেতিবাচক ফলোয়ারদের অপসারণ কিংবা তাদের কাছে আপনার পোস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন।    

এ জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুকে ফলোয়ারদের সম্পর্কে জানতে হবে। আর ডেস্কটপ বা মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনি জেনে নিতে পারেন কতজন এবং কারা আপনাকে ফলো করছেন তাদের সম্পর্কে।

ডেস্কটপে ফেসবুক ফলোয়ার দেখার উপায়

ফেসবুকের ওয়েব সংস্করণে আপনি আপনার ফেসবুক ফলোয়ারদের দেখতে পারলেও আপনাকে ফলো করা মানুষের মোট সংখ্যা সেখানে দেখতে পাবেন না।  

আপনি যদি ব্রাউজার সংস্করণ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে কারা ফলো করছে তা দেখার উপায় নিচে দেওয়া হল।

প্রথমে ডেস্কটপের ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করুন। তারপর নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন।

  •  লগ-ইনের পর সাইডবারে আপনার নামের ওপর ক্লিক করে আপনার প্রোফাইলটি খুলুন। 
  • প্রোফাইল মেন্যুতে গিয়ে ফ্রেন্ডস অপশনটিতে ক্লিক করুন৷
  • ফ্রেন্ডস বিভাগটির অধীনে, একবারে ডানদিকে 'মোর' ড্রপডাউনটিতে ক্লিক করুন।
  • তারপর আপনার সব ফেসবুক ফলোয়ারদের দেখতে, ড্রপডাউন তালিকাটি থেকে 'ফলোয়ার' অপশনটি নির্বাচন করুন৷

মোবাইলে ফেসবুক ফলোয়ার দেখবেন যেভাবে

মোবাইলের ফেসবুক অ্যাপটিতে আপনি আপনার ফলোয়ারের তালিকার পাশাপাশি আপনাকে কতজন ফলো করছে তা সরাসরি দেখতে পারবেন। যার মাধ্যমে আপনি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, কতজন আপনাকে ফেসবুকে ফলো এবং আনফলো করেছেন। 

আপনার কতজন ফলোয়ার আছে তা দেখতে এবং ফেসবুক মোবাইল অ্যাপের মাধ্যমে কারা কারা আপনাকে ফলো করছে তা দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে আপনার প্রোফাইলে যেতে হোমপেজের ওপরের বাম কোণে আপনার প্রোফাইলের ছবিটিতে চাপুন। 
  • প্রোফাইল মেন্যুতে যাওয়ার পর 'সি ইউর এবাউট ইনফো' অপশনটিতে চাপুন।
  • সেখানে পৃষ্ঠার নিচে পর্যন্ত স্ক্রল করুন৷
  • তারপর ফলোয়ারস অপশনটির অধীনে 'সি অল' চাপুন। এটি আপনাকে আপনার ফেসবুক ফলোয়ারদের একটি তালিকা দেখাবে। 
  • ফেসবুকে আপনাকে অনুসরণ করে এমন মানুষের সংখ্যা দেখতে পৃষ্ঠার উপরের-ডানদিকে দেখুন।

যে সব কারণে আপনার ফেসবুক ফলোয়ার নাও দেখাতে পারে-

আপনি যদি ফেসবুক মোবাইল অ্যাপে আপনার ফলোয়ারদের দেখার চেষ্টা করে তাদের দেখতে না পান। তাহলে আপনার মোবাইল অ্যাপটি সম্ভবত পুরানো। এক্ষেত্রে আপনি এটি অ্যাপ স্টোর বা প্লে-স্টোর থেকে আপডেট করে নিতে পারেন। 

অন্যদিকে শুরুতেই যদি আপনার কোনো ফেসবুক ফলোয়ার না থাকে। সেক্ষেত্রে আপনি এটি দেখার কোনো অপশনই পাবেন না। যার ফলে আপনি উপরের ধাপগুলো অনুসরণ করলেও কোনো ফলোয়ার দেখতে পাবেন না। কারণ সেখানে কিছুই নেই৷

এ ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি নতুন হয়। তাহলে আপনি এই অপশনটি নাও পেতে পারেন। কারণ আপনার তখনো কোনো ফলোয়ার নেই।  

আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে, আপনার অ্যাকাউন্টের বর্তমান গোপনীয়তা সেটিং। যেটি হয়তো মানুষের আপনার ফেসবুক প্রোফাইলে ফলো দেওয়ার অপশনটি বন্ধ করে রেখেছে। 

কীভাবে এটি পরিবর্তন করা যায় সেটি আমরা নিচে আলোচনা করবো। 

জনসাধারণের আপনার ফেসবুকে ফলো দেওয়ার সুবিধা চালু করবেন যেভাবে 

আপনার ফেসবুকে বন্ধুদের তালিকায় নেই এমন মানুষও আপনাকে ফেসবুকে ফলো করতে পারবে। যদি আপনি আপনার ফলো অপশন 'পাবলিক' করে রাখেন। এতে করে আপনার ফেসবুক বন্ধুরা ছাড়াও যে কেউ আপনাকে ফলো করতে পারবে।

ডেস্কটপে এটি যেভাবে করবেন।

  • আপনার প্রোফাইলে যান।
  • মেন্যু বারের উপরের-ডান কোণে গোলাকার অ্যাকাউন্ট ড্রপডাউন আইকনটিতে ক্লিক করুন।
  • তালিকাটি থেকে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনটি সিলেক্ট করুন৷
  • সেখানে সেটিংস অপশনটিতে ক্লিক করুন৷
  • সেটিংস মেন্যুর সাইডবার থেকে 'প্রাইভেসি' অপশনটিতে ক্লিক করুন৷
  • সেখানে সাইডবার থেকে 'পাবলিক পোস্ট' অপশনটি সিলেক্ট করুন।
  • 'হু ক্যান ফলো মি' অপশনের ডানদিকে ফ্রেন্ডস ড্রপডাউনটিতে ক্লিক করুন।
  • সেখানে 'পাবলিক' অপশনটি নির্বাচন করুন। এতে করে যারা আপনার ফেসবুকে বন্ধু নন তারাও, অর্থাৎ যে কেউ আপনাকে ফলো করতে পারবেন।  

ফেসবুক অ্যাপে যেভাবে কাজটি করবেন

  • ফেসবুক মোবাইল অ্যাপ খুলুন এবং আপনার প্রোফাইল খুলতে উপরের-বাম দিকে আপনার ছবির আইকনটিতে চাপুন।
  • আপনার নামের নিচে 'এডিট প্রোফাইল' অপশনটির ডানদিকে যে তিনটি অনুভূমিক ডট আছে সেখানে চাপুন৷
  • 'ফলো সেটিংস' অপশনটি নির্বাচন করুন৷
  • সেখানে 'হু ক্যান ফলো মি'-এর অধীনে 'পাবলিক' অপশনটিতে টিক দিন।

ফেসবুক ফলোয়ারদের নিয়ন্ত্রণ

আপনি যদি আপনার ব্র্যান্ড বা ব্যবসার প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন। তাহলে আপনার ফলোয়ারের ওপর নজর রাখা বেশ প্রয়োজনীয়। এর মাধ্যমে আপনি আপনার ফলোয়ারের প্রবণতা এবং মানুষ আপনার সম্পর্কে কী কী দেখতে পারবে সেটিও ঠিক করে নিতে পারবেন। 

সেজন্য অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ফেসবুকের গোপনীয়তার অপশনগুলো সঠিকভাবে নির্ধারণ করা আছে। যাতে করে আপনার পোস্টগুলো কেবল আপনি যাদের কাছে চান, তাদের কাছেই পৌঁছায়৷

তথ্যসূত্র: মেইকইউজঅব 
গ্রন্থনা: আহমেদ বিন কাদের অনি

 

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

3h ago