হোয়াটসঅ্যাপেই পাবেন অনুবাদ সুবিধা

হোয়াটসঅ্যাপে অনুবাদ সেবা চালু হচ্ছে। ছবি: স্ক্রিণশট
হোয়াটসঅ্যাপে অনুবাদ সেবা চালু হচ্ছে। ছবি: স্ক্রিণশট

সম্প্রতি সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ জানিয়েছে তারা একটি নতুন ইন-অ্যাপ ট্রান্সলেশন সেবা চালু করবে, যার ফলে অ্যাপে থেকেই মেসেজ ও চ্যানেল আপডেট সরাসরি অনুবাদ করা যাবে।

হোয়াটসঅ্যাপের বেটা রিলিজ সংক্রান্ত আনুষ্ঠানিক ব্লগে এই তথ্য দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে মোবাইল ডিভাইসের প্রসেসিং সক্ষমতা ব্যবহার করা হবে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে বেটা টেস্টার হিসেবে কিছু ইউজার নতুন এই ফিচারটি পরখ করে দেখছেন। গুগল প্লে স্টোরে এটি হোয়াটসঅ্যাপ বেটা ফর অ্যান্ড্রয়েড ২.২৫.১২.২৫ রিলিজ হিসেবে পাওয়া যাচ্ছে। 

ব্লগের তথ্য অনুযায়ী, অনুবাদ টুলের মাধ্যমে ইউজাররা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করতে পারবেন। এরপর তাৎক্ষণিকভাবে ওই টুল ব্যবহার করে নিজের ডিভাইসেই অনুবাদ করতে পারবেন—এর জন্য বাইরের কোনো সার্ভারে ডাটা পাঠাতে হবে না। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ট্রান্সস্ক্রিপশন টুলও এই অন-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, যাতে নিশ্চিত হয়ও অনুবাদের জন্য ডিভাইসের প্রসেসিং সক্ষমতার ব্যবহার হয় এবং ইউজারের ডাটা সুরক্ষিত থাকে।

বর্তমানে স্প্যানিশ, আরবি, পর্তুগিজ (ব্রাজিল), হিন্দি ও রুশ ভাষায় অনুবাদ সুবিধা চালু আছে হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে। 

পরবর্তী আপডেটে আরও ভাষা যোগ করা হবে। পাশাপাশি, একটি ভাষা চিহ্নিত করণ প্যাকও ডাউনলোড করা যাচ্ছে। এতে বহুভাষাভাষীদের গ্রুপে পোস্ট করা মেসেজের ভাষা বুঝে নিয়ে সে অনুযায়ী অনুবাদের ব্যবস্থাও থাকবে।

ক্লাউড ও এআই ভিত্তিক টুলের বদলে ডিভাইসে ডাউনলোড করা স্বল্প সক্ষমতার প্যাকের ব্যবহারে অনুবাদ শতভাগ নিখুঁত নাও হতে পারে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

তবে ইউজাররা চাইলে একটি ইন-অ্যাপ ফর্ম ব্যবহার করে অনুবাদের নির্ভুলতা নিয়ে ফিডব্যাক জানাতে পারবেন। তবে এ ক্ষেত্রে অনুবাদ করা কনটেন্ট বা মূল কনটেন্ট হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটাকে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ব্লগে আরও জানানো হয়েছে, অনুবাদ ফিচারটি ব্যক্তিগত কথোপকথনের পাশাপাশি গ্রুপ চ্যাট ও পাবলিক চ্যানেলেও কাজ করবে।

তবে এটা এমনিতে বন্ধ থাকবে। যেকোনো ইউজার চাইলে তা চালু করে নিতে পারবেন।

ডাউনলোড করা ল্যাংগুয়েজ প্যাকও যেকোনো সময় ডিলিট করা যাবে।

 

Comments