১৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে ৩ দিনব্যাপী আইসিটি মেলা

তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে যুক্ত করতে এবং সাধারণ জনগণ এবং ব্যবহারকারীদের প্রযুক্তির সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে আগামী ১৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে তিন দিনব্যাপী আইসিটি মেলা শুরু হতে যাচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অব বাংলাদেশ (আইএসপিএবি) চট্টগ্রাম চ্যাপ্টার এ মেলার আয়োজন করেছে।

চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে তৃতীয় বারের মতো আয়োজিত এই মেলায় তরুণ প্রজন্ম, আইসিটি উদ্যোক্তা এবং প্রযুক্তিপ্রেমীদের সংযুক্ত করার জন্য একটি বিশেষ মঞ্চ হিসাবে কাজ করবে বলে বিশ্বাস আয়োজনকারীদের।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আইএসপিবির সহ-সভাপতি ও চট্টগ্রাম আইসিটি মেলা ২০২৫-এর আহ্বায়ক মো. আনোয়ারুল আজিম।

সোমবার নগরীর আগ্রাবাদে এক সংবাদ সম্মেলনে আনোয়ারুল আজিম বলেন, 'চট্টগ্রামে প্রায় ২০০টি প্রতিষ্ঠান আইসিটি খাতে কাজ করছে। আমরা এই মেলার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি সংযুক্ত করতে চাই, যাতে তারা নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে। এই মেলায় দেশি-বিদেশি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও আইটি সেক্টেরে কাজ করা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।'

তিনি আরও বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং এই বিষয়ে আগ্রহ তৈরি করা । এ লক্ষ্যে আমরা মেলার অংশ হিসেবে বিজ্ঞান মেলা, সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শনী, রোবোটিক প্রতিযোগিতা, সেমিনার এবং প্রযুক্তিগত কর্মশালার আয়োজন করেছি।'

আইএসপিবি চট্টগ্রামের আহ্বায়ক মো. রাজিব শাহরিয়ার রুবেন্স বলেন, 'যদিও মেলাটিকে আমরা আইসিটি মেলা বলছি, এটি তরুণদের জন্য একটি প্রযুক্তি উৎসবে পরিণত হবে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সম্পর্কিত বেশ কিছু সেগমেন্ট রেখেছি, কারণ ভবিষ্যতে এআই বিশ্ব পরিচালনার কেন্দ্রে থাকবে।'

তিনি আরও বলেন, "'আমরা প্রায় ৫০ হাজার লিফলেট বিতরণ করেছি, যাতে চট্টগ্রামের প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় অংশগ্রহণ করতে পারে। এ ছাড়া, বুয়েটের একটি রোবোটিক দল এই মেলায় অংশ নেবে, যা শিক্ষার্থীদের রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহী করবে।'

তিনি বলেন, 'মেলায় একটি সেমিনারে আমরা সরকারের প্রতি আহ্বান জানাব যে, নাগরিকদের জন্য আইসিটি ব্যবহারের অধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করা হোক। কারণ এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।'

আয়োজকরা জানান, এবার মেলায় ১০০টি স্টল থাকবে। অ্যাম্বার আইটি, ফাইবার অ্যাট হোম, টিপি-লিংক, সিডাটা, এক্সাবাইট লিমিটেড, রেস অনলাইন, বাহন লিমিটেড, সামিট কমিউনিকেশন এবং উইন্ড স্ট্রিমস মেলার পৃষ্ঠপোষকতা করছে মেলায়।

Comments

The Daily Star  | English

Destiny MD Rafiqul, 18 others jailed for 12 years

All the accused were asked all to deposit TK 4515.57 crore to the state within six months

1h ago