টুইটারের ৫৭ শতাংশ ভোটার মাস্কের পদত্যাগ চান

ইলন মাস্ক ও টুইটার। রয়টার্স ফাইল ফটো

টুইটারের প্রধান নির্বাহী পদে মাস্ক থাকবেন কি না, তা জানতে তিনি নিজেই একটি সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় বেশিরভাগ ভোটার রায় দিলেন, টুইটার থেকে ইলন মাস্কের পদত্যাগ করা উচিত।

সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সমীক্ষায় ৫৭ দশমিক ৫ শতাংশ ভোটার মাস্কের পদত্যাগের পক্ষে রায় দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৪২ দশমিক ৫ শতাংশ।

টুইটারের নেতৃত্বের বিষয়ে অনানুষ্ঠানিক এই গণভোটে ১৭ মিলিয়নের বেশি টুইটার ব্যবহারকারী অংশ নেন।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ভোটদানের সুযোগ ছিল।

মাস্ক গতকাল এক টুইটবার্তায় বলেছিলেন, সমীক্ষায় যে ফল আসবে, সে অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ, বেশিরভাগ মানুষ 'হ্যাঁ' ভোট দিলে, তিনি প্রধান নির্বাহী পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবেন।

তবে ফলাফলের কতদিনের মধ্যে তিনি পদত্যাগ করবেন, তা জানাননি।

ভোটের ফলাফল নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও জানাননি স্পেস এক্স, টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

এক টুইটার ব্যবহারকারী মন্তব্যের জবাবে মাস্ক জানান, এ মুহূর্তে 'কোনো উত্তরসূরি নির্ধারণ করা হয়নি'।

মাস্ক যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের এক আদালতকে গত মাসে জানান, তিনি টুইটারে সময় দেওয়া কমিয়ে আনবেন এবং প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য নতুন একজন নেতা খুঁজে বের করবেন।

 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

10h ago