আইফোনে টুইটার ব্লকের চেষ্টা: ইলন মাস্ক
আইফোন নির্মাতা অ্যাপল তাদের অ্যাপস্টোরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে ব্লকের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ও টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
তিনি জানান, অ্যাপল এই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।
গতকাল সোমবার মাস্কের বেশ কয়েকটি টুইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইলন মাস্কের অভিযোগ, অ্যাপল কন্টেন্ট মডারেশন সংক্রান্ত দাবি নিয়ে টুইটারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
অ্যাপল এখনো এসব অভিযোগ মেনে নেয়নি।
আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য এ ধরনের উদ্যোগ অস্বাভাবিক নয়। এর আগেও সুনির্দিষ্ট চাহিদা মেনে না নেওয়ায় গ্যাব ও পার্লারের মতো অ্যাপকে নিষিদ্ধ করেছে অ্যাপল।
ইলন মাস্ক টুইটে বলেন, 'অ্যাপল টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধই করে দিয়েছে বলা যায়। তারা কি যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতাকে ঘৃণা করে?'
অপর এক টুইটে তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে জিজ্ঞাসা করেন, 'এখানে কী হচ্ছে?'
What's going on here @tim_cook?
— Elon Musk (@elonmusk) November 28, 2022
তাৎক্ষণিকভাবে অ্যাপলের কাছ থেকে এসব দাবির বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপনী পরিসংখ্যান প্রতিষ্ঠান প্যাথম্যাটিকসের তথ্য অনুসারে, মাস্ক টুইটার কিনে নেওয়ার আগে ১৬ থেকে ২২ অক্টোবরের মধ্যে অ্যাপল টুইটারকে ২ লাখ ২০ হাজার ৮০০ ডলারের বিজ্ঞাপন দিয়েছিল।
গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে তা কমে ১ লাখ ৩১ হাজার ৬০০ ডলার হয়েছে।
টুইটারের নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকে অ্যাপল ছিল টুইটারের শীর্ষ বিজ্ঞাপনদাতা। তারা এই সময়টিতে ৪৮ মিলিয়ন ডলারের বিজ্ঞাপন দেয়, যা ছিল টুইটারের বিজ্ঞাপন থেকে মোট আয়ের ৪ শতাংশের চেয়েও বেশি।
এ বিষয়ে টুইটারের মন্তব্য পাওয়া যায়নি।
অ্যাপলের বিরুদ্ধে ইলন মাস্কের নানা অভিযোগের মধ্যে আছে সফটওয়্যার নির্মাতাদের কাছ থেকে যেকোনো 'ইন-অ্যাপ পারচেজের' (ভোক্তা অ্যাপ থেকে অর্থের বিনিময়ে কিছু কিনলে) থেকে ৩০ শতাংশ লভ্যাংশ সংগ্রহের নীতি।
ইলন মাস্ক একটি মিম পোস্ট করে জানান, তিনি অ্যাপলকে এই কমিশন দেওয়ার বদলে তাদের বিরুদ্ধে যুদ্ধে যেতে আগ্রহী।
এর আগে এই উচ্চ কমিশন নিয়ে 'ফোর্টনাইট' ভিডিও গেম নির্মাতা এপিক গেমসের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে আইনি লড়াই করেছে অ্যাপল।
ইতোমধ্যে জেনারেল মিলস ও বিলাসবহুল গাড়ি নির্মাতা আউডির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান টুইটারে বিজ্ঞাপন বন্ধ রেখেছে। বিজ্ঞাপন বন্ধ রাখা বেশিরভাগ প্রতিষ্ঠান ইলন মাস্কের নতুন কন্টেন্ট মডারেশন নীতি চালু বা কোনো সুনির্দিষ্ট নীতি না থাকার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
উল্লেখ্য, টুইটারের ৯০ শতাংশ রাজস্ব আসে বিজ্ঞাপন থেকে।
Comments