২০২৬ সালে বাজারে আসছে ইলন মাস্কের ‘সাইবারক্যাব’, দাম ৩৬ লাখ টাকার কম

২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স
২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স

এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ধনকুবের ইলন মাস্ক দুই দরজা বিশিষ্ট একটি রোবোট্যাক্সি প্রদর্শন করেছেন এবং আগামীতে বাজারের আনার ঘোষণাও দিয়েছেন। চালকবিহীন এই ট্যাক্সিতে থাকছে না কোনো স্টিয়ারিং হুইল বা পেডাল।

গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রোবোট্যাক্সির পাশাপাশি একটি রোবোভ্যানেরও ঘোষণা দেন মাস্ক।

বক্তব্য রাখছেন ইলন মাস্ক। ছবি: রয়টার্স
বক্তব্য রাখছেন ইলন মাস্ক। ছবি: রয়টার্স

মাস্ক 'সাইবারক্যাব' নামের এই রোবোট্যাক্সিতে চড়ে মঞ্চে আসেন। তিনি জানিয়েছেন, ২০২৬ সাল থেকে এর উৎপাদন শুরু হবে এবং দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম, যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকার কাছাকাছি (বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিনিময় মূল্য অনুযায়ী)।

মাস্ক জানান, এই ট্যাক্সি চালাতে মাইল প্রতি ২০ সেন্ট করে খরচ হবে। ইনডাকশন প্রক্রিয়ায় এই বৈদ্যুতিক গাড়িগুলোকে চার্জ দেওয়া যাবে। যার ফলে কোনো তারের প্রয়োজন পড়বে না।

২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স
২০২৬ সালে বাজারে আসছে ২ দরজা বিশিষ্ট সাইবারক্যাব। ছবি: রয়টার্স

তিনি জানান, তার সাইবারক্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যামেরা নির্ভর। যার ফলে এতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের রোবোট্যাক্সির মতো অন্যান্য হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা নেই।

তবে মাস্কের এই দাবিকে বিনিয়োগকারী ও বিশ্লেষকরা কারিগরি ও আইনগত দিক দিয়ে উচ্চাভিলাষী হিসেবে আখ্যায়িত করেছেন।

মাস্ক বলেন, 'চালক ছাড়া নিজে নিজেই চলতে পারে এমন ৫০টি গাড়ি আজ রাতে আমাদের সঙ্গে আছে। আপনারা মডেল ওয়াই ও সাইবারক্যাব দেখতে পাবেন। এর সবগুলোই চালকবিহীন গাড়ি।'

মাস্ক রোবোভ্যান নামে আরেকটি বড় আকারের চালকবিহীন গাড়িও প্রদর্শন করেন। এই গাড়িতে সর্বোচ্চ ২০ জন মানুষ যাতায়াত করতে পারবেন। একইসঙ্গে তিনি টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবটটিও প্রদর্শন করেন।

টেসলার রোবোভ্যান ২০ জন যাত্রী বহন করতে সক্ষম। ছবি: রয়টার্স
টেসলার রোবোভ্যান ২০ জন যাত্রী বহন করতে সক্ষম। ছবি: রয়টার্স

মাস্কের ভবিষ্যত পরিকল্পনায় আছে চালকবিহীন টেসলা ট্যাক্সি সুবিধা চালু করা। প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানায় থাকা ট্যাক্সিগুলোকে যাত্রীরা অ্যাপের মাধ্যমে কল করতে পারবেন। গন্তব্য মিলে গেলে নিমিষেই যাত্রীর দোরগোড়ায় চলে আসবে সাইবারক্যাব রোবোট্যাক্সি।

চালকবিহীন টেসলা গাড়ির মালিকরাও তাদের গাড়িগুলোকে রোবোট্যাক্সি হিসেবে তালিকাভুক্ত করে উপার্জন করতে পারবেন।

এই অনুষ্ঠানে বিনিয়োগকারী, স্টক বিশ্লেষক ও টেসলার ভক্তরা অংশ নেন।

 

Comments

The Daily Star  | English
VAT and SD increase

Raising VAT and shrinking social protection are unwise moves

These changes in the middle of the fiscal year are unexpected and unwanted as the economy faces significant challenges.

10h ago