ট্রাম্পের হোটেলের সামনে টেসলার সাইবারট্রাকে বিস্ফোরণ, নিহত ১
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেল 'ট্রাম্প ইন্টারন্যাশনালের' সামনে এই ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার মার্কিন পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউ অরলিন্সে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপা দিয়ে ১৫ জন হত্যার ঘটনার সঙ্গে লাস ভেগাসের এই ঘটনার কোন যোগসূত্র রয়েছে কী না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এখনো এ ধরনের কোন যোগসূত্র পাওয়া যায়নি বলি নিশ্চিত করেন তিনি।
এফবিআই ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার, টেসলা ট্রাকের বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে এটি 'জঙ্গি হামলা' কী না, সেটা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা দুইটি।
ট্রাম্পের বড় সমর্থক মাস্কের প্রতিষ্ঠান টেসলার নির্মিত এই ইলেকট্রিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচে ঘেরা ফটকের সামনে এসে দাঁড়ায়। এর কয়েক মুহূর্ত পরই বিস্ফোরিত হয় গাড়িটি। বিস্ফোরণটি 'অনেক জোরালো' ছিল বলে জানিয়েছেন লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকম্যাহিল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের ফটকের সামনে এসে স্টেইনলেস স্টিলের ট্রাকটি দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয় এবং আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়।
ম্যাকম্যাহিল বলেন, 'সাইবারট্রাকের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'
'সাত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন', বলেন তিনি। ইতোমধ্যে ট্রাম্পের হোটেলটি থেকে সবাইকে সরিয়ে ফেলা হয়েছে।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে তিনি জানান, ট্রাকের পেছনে জ্বালানি গ্যাস ও ক্যাম্পিংয়ের সময় ব্যবহার হয় এমন জ্বালানি ক্যানিস্টার রাখার ছিল। পাশাপাশি, আতশবাজি ছুড়ে মারার যন্ত্রও ছিল সেখানে।
এফবিআই এজেন্ট জেরেমি শোয়ার্জ একে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে অভিহিত করেন।
নিউ অরলিন্সের হামলার সঙ্গে জঙ্গি সংগঠন আইএসের যোগসূত্র থাকতে পারে বলে ভাবছে কর্তৃপক্ষ।
ম্যাকমাহিল জানান, এখন পর্যন্ত লাস ভেগাসের ঘটনায় আইএসের সংশ্লিষ্টতার কোন নিদর্শন খুঁজে পাওয়া যায়নি।
তবে 'এটা একটা টেসলা ট্রাক, আর আমরা জানি ইলন মাস্ক নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করছেন। আবার দুর্ঘটনাস্থল "ট্রাম্প টাওয়ার", যা অর্থবহ হতে পারে', যোগ করেন তিনি।
'নিশ্চিত করেই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু বিষয় রয়েছে এখানে। আমরা সব কিছু খতিয়ে দেখছি', যোগ করেন তিনি।
Comments