ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ালে লাভ কার

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকের পরিচালকরা। তাদের স্বেচ্ছাচারিতা, পরিবারতন্ত্রের চর্চা এবং রাজনৈতিক হস্তক্ষেপই মূলত এই দুর্নীতি বা অনিয়মগুলো ঘটিয়েছে। আর ঠিক এই সময়েই সরকার ব্যাংক পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করেছে।

এই উদ্যোগের ফলে কি ব্যাংক খাতে দুর্নীতি কমবে, নাকি অবস্থা আরও খারাপ হবে? পরিচালকদের মেয়াদ বাড়ালে আসলে লাভ কার? এই প্রশ্নগুলোর উত্তর থাকছে স্টার এক্সপ্লেইনস-এ।

Comments

The Daily Star  | English

Govt forms new Election Commission

The new EC will be led by former secretary AMM Nasir Uddin

43m ago