আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ভারত অধিনায়ক বলেন, উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো। পরের দিকে মন্থর হতে পারে। যেটাই হোক আমাদের ভালো করতে হবে।

সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে টস ভাগ্য পক্ষে এসেছে ভারতের৷ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।

টস জেতার পর নির্দ্বিধায় ব্যাটিং নিয়ে ভারত অধিনায়ক বলেন, 'উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো। পরের দিকে মন্থর হতে পারে। যেটাই হোক আমাদের ভালো করতে হবে।'  টস জিতলে তারাও ব্যাটিং নিতেন বলে জানান কেইন উইলিয়ামসন, 'আমরাও আগে ব্যাট করতে চাইতাম। মনে হচ্ছে ব্যবহৃত উইকেট। আশা করছি রাতের দিকে শিশির পড়বে।'

মহা গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে কোন বদল আনেনি ভারত। তিন পেসারের সঙ্গে একাদশে আছেন দুই স্পিনার। নিউজিল্যান্ড খেলাচ্ছে একই একাদশ। সেরা অবস্থায় ফাইনালে উঠার লড়াইয়ে নামছে তাই তারা। 

এই ম্যাচের আগে পিচ নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল ও ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইফনোর খবর, কথা থাকলেও সতেজ পিচে না খেলিয়ে ব্যবহৃত উইকেট দেওয়া হয়েছে মুম্বাইতে। এসব উইকেটে সাধারণত সুবিধা পান স্পিনাররা। তবে বিশ্বকাপে ভারতের পেসাররাই বেশি ভালো করছে্ন।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক),  শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিট বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসেন, ট্রেন্ট বোল্ট। 

 

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago