আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

ভারতীয় একজন শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংস করছে, দাবি রানাতুঙ্গার

কদিন আগেই পুরনো ক্রিকেট বোর্ড ভেঙে ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেশটির ক্রীড়ামন্ত্রণালয়

ভারতীয় একজন শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংস করছে, দাবি রানাতুঙ্গার

ভারতীয় একজন শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংস করছে, দাবি রানাতুঙ্গার

ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বকাপ জিতেছে শ্রীলঙ্কা। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। কিন্তু সেই দলটি কি-না খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর। এমনকি আইসিসির নিষেধাজ্ঞাতেও পড়েছে তারা। রীতিমতো টালমাটাল দেশটির ক্রিকেট। আর এরজন্য একজন ভারতীয়কে কাঠগড়ায় তুলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। 

বিশ্বকাপ ব্যর্থতার জন্য কদিন আগেই পুরনো ক্রিকেট বোর্ড ভেঙে ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দেশটির ক্রীড়ামন্ত্রণালয়। এরপর বর্তমান বোর্ডের সদস্যদের অন্তর্বর্তীকালীন কমিটিকে দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে আদালত। পরে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকেই নিষিদ্ধ করে আইসিসি

এ সবকিছুর জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর দিকে আঙুল তুলেছেন রানাতুঙ্গা। তার দাবি, যাবতীয় কলকাঠি নাড়ছেন এই ভারতীয়। শ্রীলঙ্কার এক সাংবাদিক চামুদিতা সামারাবিক্রমাকে তার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন এই কিংবদন্তি।

ইউটিউব চ্যানেল 'ট্রুথ উইথ চামুদিতা'য় সিংহলি ভাষায় ৫৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার বলেছেন, 'শ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছেন। তিনি সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআইয়ের সভাপতি করেছিলেন এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিলেন। সৌরভ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাই ওকে সরিয়ে দেন জয় শাহ।'

'এসএলসির কর্মকর্তা এবং জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিসিসিআইয়ের ধারণা, ওরা এসএলসিকে চাইলেই পদদলিত এবং নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের এক ব্যক্তি শ্রীলঙ্কার ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছেন। ওর চাপে এসএলসি ধ্বংস হয়ে যাচ্ছে,' যোগ করেন রানাতুঙ্গা।

শুধু তাই নয়, তার সিংহলি ভাষায় দেওয়া এই সাক্ষাৎকার অনুবাদ করে জয় শাহর কাছে পৌঁছানো হলে বাবার (ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) প্রভাব খাটিয়ে লঙ্কান ক্রিকেটকে ধ্বংস করে দেবেন, 'জয় শাহ এমন মানুষ, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে সে ওর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা।'

Comments

The Daily Star  | English
shop owner killed in BNP party office

Landlord beaten to death in N'ganj BNP office over rent

Altercation over Ward BNP party office's rent payment at Salmodi Bazar in Araihazar, say police

3h ago