আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী

এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথাও জানিয়েছেন রোশান রামানসিংহে।

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী

বিশ্বকাপ ব্যর্থতায় পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করলেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জেতার স্বপ্ন নিয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে এসেছিল শ্রীলঙ্কা। তবে বাজে পারফরম্যান্সে সেই স্বপ্ন এখন ধ্বংস। এতে খেপেছেন শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রামানসিংহে। পুরো ক্রিকেট বোর্ডকেই বরখাস্ত করেছেন তিনি।

এক বিবৃতিতে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে অন্তর্বর্তী চেয়ারম্যান করার কথাও জানিয়েছেন রামানসিংহে। সোমবার এএফপি জানিয়েছে, ক্রীড়া মন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ক্রীড়ামন্ত্রী রোশান রামানসিংহে অন্তর্বর্তী কমিটি গঠন করেছেন।'

সাত সদস্যের নতুন প্যানেলে যুক্ত করা হয়েছে সাবেক প্রধান বিচারপতি ও সাবেক এক বোর্ড সভাপতিকেও। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারি মোহন ডি সিলভার পদত্যাগের পরদিনই আসলো এমন রদবদল।

ভারতের বিপক্ষে ৫৫ রানে গুটিয়ে ৩০২ রানে হারের পর পুরো বোর্ডকে পদত্যাগের আহবান জানিয়েছিলেন রোশান। কড়া ভাষায় তিনি বলেছিলেন, 'তাদের স্বেচ্ছায় দায়িত্ব ছাড়া উচিত।' তবে অপেক্ষা না করে নিজেই উদ্যোগ নিয়ে বোর্ডকে সরিয়ে দিয়েছেন তিনি।

বিশ্বকাপে চরম বাজে খেললেও এখনো গাণিতিক হিসাবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকে আছে শ্রীলঙ্কার। সাত ম্যাচে দুই জয়ে লঙ্কানদের পয়েন্ট ৮। তবে শেষ দুই ম্যাচ জিতলেও শেষ চারে ওঠা নির্ভর করছে নানা সমীকরণের ওপর। যদিও এতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হবে দলটির।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

38m ago