কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার রাতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো—আলম মিয়ার মেয়ে আশামণি (১১) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া খাতুন (১১)। তারা দুজনই উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
তাদের স্বজনরা জানান, কাউকে কিছু না জানিয়ে আশা ও সুমাইয়া বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সন্ধ্যা নামলেও ফিরে না আসায় তাদের সবাই খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে টর্চ লাইটের আলোয় দেখা যায়, বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে তাদের মরদেহ ভাসছে।
আলম মিয়ার ধারণা, তারা দুজন পুকুরে নেমেছিল শাপলা ফুল তুলতে।
আব্দুস ছালাম ডেইলি স্টারকে বলেন, 'পরিবারের সদস্যদের অভিযোগ থাকলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।'
Comments