টঙ্গীতে ৩৬ ঘণ্টা পর ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা শাহিন আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল ৯টা ১৬ মিনিটে টঙ্গীর ওই ম্যানহোলের শেষ প্রান্তে জমে থাকা কচুরিপানার স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারিয়া তাজনিম জ্যোতি চুয়াডাঙ্গার বাগানপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।
এর আগে, রোববার রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় (ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে) খোলা ম্যানহোলে পড়ে যান এবং নিখোঁজ হন ফারিয়া।
নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। অবশেষে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
Comments