আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বৃষ্টিতে ভেসে যেতে পারে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ ভেস্তে গেলে জটিলতায় পড়তে পারে বাংলাদেশ

বৃষ্টিতে ভেসে যেতে পারে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ

নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা

এক দলের সামনে সেমি-ফাইনালের সমীকরণ। অপর দলের কাছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াই। নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার ম্যাচটি তাই এক অর্থে মহাগুরুত্বপূর্ণ। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জড়িয়ে আছে বাংলাদেশের স্বার্থও। কারণ শ্রীলঙ্কা জিতলে এমনকি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও জটিলতায় পড়তে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলা হতে পারে টাইগারদের।

বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে গত দুই আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। তবে এই ম্যাচে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সেটা রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। সন্ধ্যের পরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০ শতাংশের বেশি। অর্থাৎ বৃষ্টি বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচে।

যদি বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যায় তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে অস্ট্রেলিয়াকে হারাতেই বাংলাদেশকে। অথবা এমন একটি পয়েন্ট চাই টাইগারদের। কিন্তু পুনেতে বৃষ্টির তেমন জড়ানো কোনো সম্ভাবনাই নেই। তবে শ্রীলঙ্কা হারলে সুবিধা বাংলাদেশের। সেক্ষেত্রে শেষ ম্যাচে বড় হার এড়ালেই চলবে। তবে ডাচদের হারও প্রত্যাশা করতে হবে টাইগারদের।

অন্যদিকে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে অন্য দলগুলোর উপর নির্ভর করতে হবে নিউজিল্যান্ডকে। তাদের পয়েন্ট হবে ৯। সেক্ষেত্রে সেমি-ফাইনালে উঠতে হলে তাদের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের হার প্রত্যাশা করতে হবে তাদের। অথবা তাদের ম্যাচ ভেস্তে গেলেও সমীকরণ মিলে যাবে তাদের।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কিছুটা স্বস্তি ফিরেছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাট হেনরি ছিটকে গিয়েছিলেন। চোটে ছিলেন লোকি ফার্গুসনও। তবে এই ম্যাচে খেলার জন্য চোট কাটিয়ে সুস্থ এই পেসার। শ্রীলঙ্কান ব্যাটারদের বাউন্সার দুর্বলতার কথা মাথায় রেখে পেসারদের আধিক্য কার্যকরী হতে পারে দলটির জন্য।

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

59m ago