আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

টাইমড আউট নিয়ে ডোনাল্ড, 'ব্যাপারটা আমার পছন্দ হয়নি'

'সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো এটা শুধু বলা, "ঠিক আছে, চিন্তার কিছুই নেই, বন্ধু। তোমার হেলমেটটা তাড়াতাড়ি ঠিক করে নাও। তোমার হাতে সময় আছে এটা বদলানোর।"'

টাইমড আউট নিয়ে ডোনাল্ড, 'ব্যাপারটা আমার পছন্দ হয়নি'

ছবি: ফিরোজ আহমেদ

সাকিব আল হাসানের আপিলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় উত্তাল ক্রিকেট দুনিয়া। কেউ বাংলাদেশের অধিনায়কের পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার সমর্থন দিচ্ছেন শ্রীলঙ্কার অলরাউন্ডারকে। পক্ষে-বিপক্ষে নানা রকমের যুক্তিতর্ক চলছে। এবার তাতে সামিল হলেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের ফাস্ট বোলিং কোচের অবস্থান অবশ্য সাকিবের ভাবনার বিপরীতে। ব্যাপারটা পছন্দ হয়নি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারের।

গত সোমবার বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা আউট হওয়ার পর মাঠে ঢুকে বল মোকাবিলা করার জন্য তৈরি হতে দেরি করে ফেলেন ম্যাথিউস। নির্ধারিত ২ মিনিট সময়ের চেয়ে বেশি নিয়ে নেন।তখন তার বিপক্ষে আউটের আবেদন করেন সাকিব। ক্রিজের মাঝে কিছুক্ষণ আলাপ-আলোচনা শেষে তাতে সাড়া দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে 'টাইমড আউট' হয়ে যান ম্যাথিউস। এরপর ওঠা বিতর্কের ঝড় এখনও থামেনি। বরং নতুন করে আলোচনার খোরাক দিয়েছেন ডোনাল্ড।

ঘটনার পরদিন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ব্যক্ত করেছেন তীব্র হতাশা, 'এটা (টাইমড আউট) দেখতে হতাশাজনক লেগেছে। আমি সাকিব সুযোগ নেওয়াটা বুঝতে পারছি। তার বক্তব্য, "আমি জেতার জন্য সবকিছু করেছি।" আমার গলা শুনেই বুঝতে পারছেন, ব্যাপারটা আমার পছন্দ হয়নি... এমন কিছু আমি পছন্দ করি না। যা ঘটেছে তা দেখাটা সত্যিই খুব কঠিন ছিল... শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সময়ের কারণে কোনো বল না খেলেই আউট হয়ে মাঠ ছেড়ে চলে গেল।'

সাদা বিদ্যুৎ খ্যাত সাবেক বোলারের দৃষ্টিতে, ব্যাপারটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী, 'এই খেলার প্রতি ও একে অন্যের প্রতি সম্মান ও মর্যাদার কথা বলা হয়ে থাকে, ক্রিকেটের চেতনার কথা বলা হয়ে থাকে। আমি এমন জিনিস দেখতে চাই না। এটা স্রেফ আমার কথা। আমাদের খেলায় এমন কিছু আমি দেখতে চাই না যেখানে... হ্যাঁ, (ফিল্ডারদের) কেউ একজন চটপটে ছিল এবং (সাকিবকে) বলেছে, "হ্যাঁ, তুমি আপিল করতে পারো।" আমার তখন মনে হয়েছে,"সত্যিই, এটা ঘটতে যাচ্ছে না। এটা হতে পারে না। এটা একদমই হতে পারে না!"'

ম্যাথিউসের হেলমেটের স্ট্র্যাপে সমস্যা হওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের কী করা উচিত ছিল তা জানিয়েছেন তিনি, 'সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতো এটা শুধু বলা, "ঠিক আছে, চিন্তার কিছুই নেই, বন্ধু। তোমার হেলমেটটা তাড়াতাড়ি ঠিক করে নাও। তোমার হাতে সময় আছে এটা বদলানোর।"'

ওই ঘটনায় নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও উল্লেখ করেছেন ডোনাল্ড, 'যখন এটা ঘটল, তখন আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল এবং সেটা আমার সহজাত প্রবৃত্তির কারণেই, আমি সত্যিই যেন মাঠে ঢুকে গিয়ে বলি, 'যথেষ্ট হয়েছে, আমরা এটার পক্ষে দাঁড়াব না। আমরা এই ধরনের দল নই যারা এর পক্ষ নেবে।' এটা ছিল আমার তাৎক্ষনিক ভাবনা।'

ম্যাথিউসের টাইমড আউটের ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন তিনি, 'সবকিছু অনেক দ্রুত ঘটে গেছে। তবে আপনি কর্তৃত্বের কথা যেহেতু বলছেন, আমি তো প্রধান কোচ না, আমি দায়িত্বে নেই। আমি কেবল (আম্পায়ার) মারাইস ইরাসমাসকে বলতে দেখেছি, "অ্যাঞ্জেলো, (ম্যাথিউস) দয়া করে তুমি এখন মাঠ ছাড়তে পারো।" অ্যাঞ্জেলোকে দেখলাম হেলমেট তুলে নিল এবং এরপর মাঠের বাইরে গিয়ে বিজ্ঞাপনী বোর্ডের দিকে সেটা ছুঁড়ে মারল। আসলে... আমি বিস্মিত হয়েছি।'

উল্লেখ্য, বিতর্কিত ওই ঘটনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিবের ব্যাখ্যা, তারা সব কিছু করেছেন ক্রিকেটের আইনের মধ্যে থেকে। তবে ম্যাচের দিন সাকিবের পর সংবাদ সম্মেলনে হাজির হয়েই ম্যাথিউস বলেন, তাকে এভাবে আউট করা বাংলাদেশের ক্রিকেট ও সাকিবের জন্য কলঙ্কজনক।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago