আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

এবার আরেকজন ভালো কোচের আশায় তাসকিন

গিবসনের অসমাপ্ত কাজ দারুণভাবে সামলে পেসারদের শান দিচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। তিনিও থাকলেন না। তার বিদায়ের পর এবার আরেকজন এরকম ভালো কোচের প্রত্যাশায় তাসকিন।

এবার আরেকজন ভালো কোচের আশায় তাসকিন

তাসকিন আহমেদ
অনুশীলন সেরে বেরিয়ে যাওয়ার সময় তাসকিন আহমেদ। ছবি: একুশ তাপাদার

ওটিস গিবসন বদলে দিয়েছিলেন বাংলাদেশের পেস আক্রমণের কাঠামো। পেসারদের উন্নতিতে দারুণ ভূমিকা রাখা ওয়েস্ট ইন্ডিয়ান কোচকে ভীষণ মনে ধরেছিল তাসকিন আহমেদদের। গিবসনের চলে যাওয়ার সময় তাই অশ্রু ঝরেছিল তাদের। গিবসনের অসমাপ্ত কাজ দারুণভাবে সামলে পেসারদের শান দিচ্ছিলেন অ্যালান ডোনাল্ড। তিনিও থাকলেন না। তার বিদায়ের পর এবার আরেকজন এরকম ভালো কোচের প্রত্যাশায় তাসকিন।

বিশ্বকাপের পর এমনিতে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ ডোনাল্ডের। গত দুই বছরে ভালো কাজ করায় চুক্তি বাড়ার সম্ভাবনা ছিলো। তবে বিশ্বকাপের মাঝে কিছু ঘটনায় ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব তৈরি হয় ডোনাল্ডের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করাও পছন্দ করেননি তিনি, সমালোচনা করেন এই সিদ্ধান্তের। সেটা ভালোভাবে নেয়নি বিসিবি। দলের মিটিংয়ের একান্ত খবরও বাইরে বের হয়। চাকরিতে আর না থাকার কথা জানিয়ে দ্য ডেইলি স্টারকে অসন্তোষ জানান তিনি

ডোনাল্ডের না থাকা নিয়ে গভীরে যাচ্ছেন না তাসকিন। তবে শনিবার বিশ্বকাপ শেষ করে এই কোচের কাজের দারুণ প্রশংসা ঝরেছে তার কণ্ঠে,  'তিনি অসাধারণভাবে 'টেক কেয়ার' করতেন আমাদের ফাস্ট বোলিং গ্রুপকে। ভালো হোক বা খারাপ, তিনি সবসময় পাশে থাকতেন, উজ্জীবিত করতেন, সবসময়।'

ডোনাল্ডের কাজে উপকৃত হওয়ার কথা জানলেও বাস্তবতা মেনে নিচ্ছেন ডানহাতি পেসার। সেই সঙ্গে এরকম আরেকজন ভালো কোচ পাওয়ার প্রত্যাশা তার, 'ব্যক্তিগতভাবে আমি খুবই উপভোগ করেছি উনার সঙ্গে কাজ করে। তিনি চলে গেলেন…. এটাই জীবন… পেশাদার জীবন। সব কোচই ২-৪ বছর পরপর যাবে-আসবে। তার সামনের দিনগুলির জন্য শুভ কামনা জানাচ্ছি। ভবিষ্যতে আরেকজন ভালো বোলিং কোচের আশা করছি।'

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago