দূষণের কারণে আইসিসির কাছে পরিকল্পনা জানতে চেয়েছিল শ্রীলঙ্কা
দিল্লির বায়ু দূষণের মধ্যে খেলতে এসে ২০১৭ সালেও ভুগেছিল শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বমি করেন বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার। এবার বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে এমন পরিস্থিতি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে দলটি। আইসিসির কাছে ম্যাচ নিয়ে তাই পরিকল্পনা জানতে চেয়েছিল তারা।
মুম্বাইতে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর দিল্লিতে এসেই লঙ্কানরা জানতে পারে শুক্রবারের অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। পরিস্থিতি অনুকূলে না থাকায় শনিবার তাই অনুশীলন করেনি লঙ্কানরা।
তবে দলটির পক্ষ থেকে আইসিসির কাছে জানতে চাওয়া হয়েছিলো, আবহাওয়ার এই অবস্থায় কি হবে ম্যাচের ভবিষ্যৎ। আইসিসির উত্তর পেয়ে খেলার প্রস্তুতি নিয়ে এগুতে থাকে তারা।
রোববার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে জানান, ভেন্যু বদলের আবেদন তারা করেননি, তবে বুঝতে চেয়েছিলেন পরিস্থিতি, 'আমরা ভেন্যু বদলের অনুরোধ করিনি। আমরা আইসিসি জিজ্ঞেস করেছিলাম কি হচ্ছে। আমরা এখানে এসে দেখলাম বাংলাদেশ অনুশীলন বাতিল করেছে। আমরা তাই জিজ্ঞেস করেছিলাম পরিকল্পনা কি ম্যাচ নিয়ে। আসলে তারা একটা আলোচনা করেছে এবং পরে ফিরে জানালো তারা এরমধ্যে ম্যাচ আয়োজনের জন্য বেশ কিছু জিনিস স্থাপন করেছে। আইসিসি যেমন পরিকল্পনা সেভাবেই আমরা চলব।'
Comments