আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

‘এটা আমাদের প্রাপ্য’, দর্শকদের দুয়ো নিয়ে সাকিব

ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বাংলাদেশের পক্ষের। কিন্তু খেলার একটা পর্যায়ে লাল-সবুজ জার্সি পরা এসব দর্শকই বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ছুঁড়ে দিতে থাকেন কটু মন্তব্য।

কলকাতা থেকে

‘এটা আমাদের প্রাপ্য’, দর্শকদের দুয়ো নিয়ে সাকিব

সাকিবের অবসর
এই বিশ্বকাপ এত ভুগাচ্ছে কেন? এমনটাই কি ভাবছেন সাকিব আল হাসান? ছবি: একুশ তাপাদার

ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বাংলাদেশের পক্ষের। কিন্তু খেলার একটা পর্যায়ে লাল-সবুজ জার্সি পরা এসব দর্শকই বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ছুঁড়ে দিতে থাকেন কটু মন্তব্য। বিশেষ করে মানুষের আক্রোশের মূল লক্ষ্য ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। চরম বিব্রতকর হারের পর মানুষের এমন প্রতিক্রিয়ায় হতাশা জানালেও সেটা প্রত্যাশিত বলে মনে করেন তিনি।

চতুর্থ ব্যাটার হিসেবে দলের ৬৩ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। ১৪ বলে ৫ রান করে ফেরার পথে ড্রেসিংরুমের কাছে এলে ক্লাব হাউজ গ্যালারি থেকে ভেসে আসে 'ভুয়া', 'ভুয়া' ধ্বনি। যারা বলছিলেন তারা সবাই ছিলেন বাংলাদেশের সমর্থক।

নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রান তাড়ায় মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া ৮৭ রানে হারের পর এসব নিয়ে কোন অভিযোগ জানানোর অবস্থা নেই সাকিবের। দর্শকদের দুয়ো নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে বাংলাদেশ অধিনায়ক জানান, এমন পারফম্যান্সের পর এই আচরণ তাদের প্রাপ্য,  'হতাশাজনক (দর্শকদের দুয়ো)। তারা আসলে ভালো কিছু আশা করেন। স্বাভাবিকভাবেই সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো বলার। তাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমরা যেভাবে খেলেছি আমি মনে করি এটা আমাদের প্রাপ্য।'

হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা,  'কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।'

বাংলাদেশ বড় ব্যবধানে হারের পর মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া সমর্থকরা তীব্র আক্রোশে ফেটে পড়েন। 'ভুয়া' 'ভুয়া' স্লোগান দিয়ে তাদের বেরিয়ে যেতে দেখা যায়।

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

6h ago