রোহিতের বলা যে কথা অস্বীকার করলেন বরুণ

Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী বোলিংয়ে রহস্য ছড়িয়ে যান নিয়মিত। তাকে পড়তে পারা ব্যাটারদের জন্য কঠিন কাজ হয়ে যায় প্রায়শই। নিজের রহস্য ধরে রাখতে ভারতের নেটে পর্যন্ত তিনি সব ধরনের বল করেন না। তার অধিনায়ক রোহিত শর্মাই জানিয়েছিলেন সেটি। এবার অবশ্য রোহিতের কথা অস্বীকার করেছেন বরুণ।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। সেখানে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়েছিলেন বরুণ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেওয়া এই স্পিনারকে নিয়ে মাতামাতি শুরু হয়ে যায় তখন থেকেই।

চলমান আইসিসি ইভেন্টে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ২০ ফেব্রুয়ারি। আগের দিন সংবাদ সম্মেলনে রোহিতকে প্রশ্ন করা হয়, তার কাছে বরুণ এখনো কতটা রহস্যময়? তিনি জানান, 'সে একইভাবে বল ছুঁড়ে। হয়তো তার ঝুলিতে কী আছে সেটা সে আমাদের দেখাতে চায় না। কিন্তু এটি ভালো দিক। যদি তার কাছে নির্দিষ্ট কোন অস্ত্র থাকে যেটি সে শুধু ম্যাচে আনতে চায় যখন আসলেই সেটি কাজে দিবে, তা করতে চাইলে আমি অনেক খুশি। সবশেষ ৮-৯ মাসে যা দেখেছি, তার মাঝে ভিন্ন কিছু রয়েছে। এজন্যই সে এখানে আমাদের সঙ্গে এসেছে।'

বরুণকে ভারত দলে থাকা ব্যাটারদের অনেকের মুখোমুখি হতে হয় আইপিএলের মঞ্চে। বোলিংয়ে বৈচিত্র্য লুকিয়ে রাখতে চাওয়াটা তাই অস্বাভাবিক নয়।

এবার আসুন ২ ফেব্রুয়ারিতে। বরুণের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে পেয়ে গেলেন ফাইফার। ৪২ রানে ৫ উইকেট নিয়ে জিতলেন ম্যাচসেরার পুরস্কার। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলেন তিনি।

কিছুক্ষণ আগেই তার ভ্যারিয়েশনে যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন কিউই ব্যাটাররা। শুরুর দিকে উঠে এল রোহিতের বলা সেই কথা। ভারতীয় দলের নেটে কি তিনি তার সব অস্ত্র মেলে ধরেন না? বরুণ করলেন আপত্তি, 'ব্যাপারটা সঠিক নয়৷ কারণ আমি নেটে আমার সব ভ্যারিয়েশন বোলিং করি আসলে। কিন্তু টি-টোয়েন্টিতে আমি আমার ওভার ভিন্নভাবে গড়ে থাকি। ভিন্ন বলগুলোর ক্রম সাজানোর উপায় আলাদা হয়ে থাকে। আর ওয়ানডে ক্রিকেটে সেটি অন্যরকম হয়। তো এ কারণে তারা মনে করে যে আমি আমার সব ভ্যারিয়েশন করি না তাদের সামনে। কিন্তু আমি আসলে সব ধরনের বল করি।'

বরুণ দারুণ পারফর্ম করায় সেমিফাইনালে ভারত পড়েছে মধুর সমস্যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেসার হার্শিত রানাকে বসিয়ে তারা সুযোগ দেয় বরুণকে। এখন বরুণ এমন পারফর্ম করেছেন যাতে একাদশ থেকে তাকে বাদ দেওয়া মুশকিল। 

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

43m ago