দেখে নিন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড

Champions Trophy

আট বছর পর ফের মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বরাবরের মতো ২০২৫ সালের আসরেও অংশ নেবে আটটি দল। পাকিস্তানে সফর করতে ভারত অস্বীকৃতি জানানোয় হাইব্রিড পদ্ধতিতে এবার অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ক্রিকেটের প্রতিযোগিতাটি।

বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক হলেও ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসির কোনো অনুমোদন ছাড়াই যত ইচ্ছা স্কোয়াডে পরিবর্তন আনা যাবে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেবে দুটি গ্রুপে ভাগ হয়ে। 'এ' গ্রুপে স্বাগতিক পাকিস্তান ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ। অপর দলটি নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ আসরটি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড:

গ্রুপ 'এ'

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), ফখর জামান, সৌদ শাকিল, তায়্যিব তাহির, বাবর আজম, কামরান গুলাম, উসমান খান, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ন্যথান স্মিথ, উইল ইয়াং, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, বেন সিয়ার্স, উইলিয়াম ও'রোর্ক, ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন।

গ্রুপ 'বি'

অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, ম্যাথু শর্ট, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি ও জশ হ্যাজেলউড।

(চোটের কারণে ছিটকে গেছেন মিচেল মার্শ। তার বদলির নাম এখনও জানানো হয়নি)

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।

(চোটের কারণে ছিটকে গেছেন আনরিক নরকিয়া। তার বদলির নাম এখনও জানানো হয়নি)

আফগানিস্তান: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজনফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।

রিজার্ভ: দরবেশ রসুলি, নাঙ্গিয়াল খারোতি ও বিলাল সামি।

Comments

The Daily Star  | English

20 non-banks on BB red list

As of December last year, they disbursed Tk 25,808 crore in loans against collateral worth Tk 6,899 crore, according to the BB report

10h ago