বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে নিরাপত্তা লঙ্ঘন করে আটক ভক্ত 'আজীবন নিষিদ্ধ'

নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। যে কারণে আসরটিকে হাইব্রিড মডেলে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই নিরাপত্তাজনিত ইস্যুতে সামান্য ছাড় দিতে নারাজ সংস্থাটি। মাঠের ভেতর ঢুকে যাওয়া সমর্থককে আটকের পর আজীবন নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের সব ক্রিকেট স্টেডিয়ামে।
ঘটনাটি ঘটে সোমবার বাংলাদেশ বনা নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে। এক দর্শক নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করে এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে আলিঙ্গন করার চেষ্টা করে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাকিস্তানের সব ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২৯ বছর পর পাকিস্তান একটি আইসিসি ইভেন্ট আয়োজন করছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে কিছুটা হলেও সমালোচনার মুখে পড়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি জানায়, 'নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এজন্য আমরা স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি, যারা মাঠের চারপাশে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে।'
'অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মঙ্গলবার (আজ) আদালতে হাজির করা হয়েছে। পাশাপাশি, তাকে আজীবনের জন্য পাকিস্তানের সব ক্রিকেট ভেন্যুতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,' যোগ করে সংস্থাটি।
এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পিসিবি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার পরিকল্পনা করছে।
এদিকে, সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে বাংলাদেশকে হারালে টাইগারদের সঙ্গে সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানেরও। এর আগে, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে গিয়েছিল তারা। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
Comments