সূচি নয়, ফাইনাল নিয়ে ভাবছেন উইলিয়ামসন

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভালোই ভ্রমণের ঝক্কি পোহাতে হয়েছে দলগুলোকে। যেখানে এক ভেন্যুতে খেলার দারুণ সুবিধা পেয়েছে ভারত। এ নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে অভিজ্ঞ ক্রিকেটার কেইন উইলিয়ামসন এই বিতর্কে জড়াতে চান না। বরং তার একমাত্র লক্ষ্য নিউজিল্যান্ডের শিরোপা জয়।

লাহোরে দ্বিতীয় সেমিফাইনাল খেলার পর কিউইরা যাবে দুবাই। চ্যাম্পিয়ন্স ট্রফির চার ভেন্যুতেই খেলতে হয়েছে তাদের। রাজনৈতিক কারণে ফাইনালের প্রতিপক্ষ ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানে যেতে না চাওয়ায় তারা খেলছে এক ভেন্যুতে। সূচি নিয়ে আগে অনেক ক্রিকেটার মন্তব্য করলেও উইলিয়ামসন গেলেন এড়িয়ে।

বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন উইলিয়ামসন। ভারতের এক ভেন্যুতে খেলার সুবিধা ও সূচি আরও সুন্দর করা যেতে পারতো কিনা প্রশ্নে সাবেক কিউই অধিনায়ক বলেন, 'যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেওয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।'

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ভেন্যুতে চলতি আসরে ইতোমধ্যে একবার খেলেছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে তারা ভারতের মুখোমুখি হয়েছিল। ৪৪ রানে তখন হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানে ব্যাটিং-সহায়ক উইকেটে খেলা হলেও দুবাইয়ের মন্থর পিচে স্পিনাররা যথেষ্ট সহায়তা পেয়েছেন।

উইকেটের ধরন নিয়ে অবশ্য চিন্তিত নন উইলিয়ামসন, 'আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।'

২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার শিরোপা উঠেছিল কিউইদের হাতে। নিজেদের তৃতীয় ফাইনালে আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন ড্যারিল মিচেল, 'আমরা জেতার জন্য ম্যাচে ছোট ছোট পথ খুঁজে বের করার চেষ্টা করবো। আশা করি তাদের ওপর চাপ প্রয়োগ করতে পারবো এবং ম্যাচশেষে সাদা জ্যাকেট পরতে পারবো। সেটা হলে খুব সুন্দর হবে।'

আগামী ৯ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল ম্যাচটি।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago