শান্ত ১১০ বলে ৭৭, রাচিন ১০৫ বলে ১১২: তফাৎ এখানেই

বাংলাদের ইনিংস শেষ হওয়ার পর নাজমুল হোসেন শান্তর ফেসবুক পেজ থেকে তার ছবি দিয়ে পোস্টে বলা হয়, 'অসাধারণ ইনিংস'। বাড়তি হিসেবে লেখা হয় ৭৭ রানের ইনিংস দিয়ে তিনি সংশয়ের অবসান করলেন! কোন সংশয়ের অবসান করলেন বোঝা দুস্কর।
ধারণা করা যায় খেলার মধ্যে থাকা শান্ত নিজে এই পোস্ট দেননি। তবে তার নিয়োগ করা অন্য কোন ব্যক্তির পোস্ট তো বটেই। বাঁচা-মরার লড়াইয়ে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে শান্তর মন্থর গতির এই ইনিংস কোন কাজে আসেনি আসলে। শান্ত তার ৭৭ রান করতে লাগিয়েছেন ১১০ বল। তার থেকে ৫ বল কম খেলেই ১১২ রান করে গেছেন রাচিন রবীন্দ্র। স্বাভাবিকভাবেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আর পাকিস্তানের দলের মাঝে মিল খুঁজছেন অনেকে। দুই দলই খেলছে নব্বুই দশকের ওয়ানডে। যেখানে ২৩০, ২৪০ রানই হবে ম্যাচ জেতার জন্য যথেষ্ট। সাবেকি ঘরানার ক্রিকেট খেলে মিলিতভাবেই একসঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে তারা।
টস জিতে রাওয়ালপিন্ডির পিচে বাংলাদেশের ব্যাটাররা ৩০০ বলের মধ্যে ১৮১টি ডট বল খেলেছেন। যা এবারের আসরে কোন দলের সর্বোচ্চ। ক্রমাগত ডট বল খেলার দায় সবচেয়ে বেশি শান্ত। ওপেন করতে নেমে বাংলাদেশ অধিনায়ক আউট হয়েছেন ৩৮তম ওভারে। প্রায় ২০ ওভার তিনি একাই খেলেছেন।
প্রশ্ন উঠতে পারে দ্রুত উইকেট পড়াতেই ইনিংস গড়তে সময় নিয়েছেন শান্ত, সেজন্য ডট খেলতে হয়েছে। তবে পরিসংখ্যান দিলে এই যুক্তি খাটে না। বাংলাদেশ এদিন শুরু থেকেই উইকেট হারায়নি।
তানজিদ হাসান তামিমকে নিয়ে ওপেনিং জুটিতে ৪৫ আনেন শান্ত। যার মধ্যে ২৪ বলে ২৪ রান তানজিদের, অন্য দিকে খোলসবন্দি ছিলেন বাংলাদেশ কাপ্তান। মেহেদী হাসান মিরাজের দ্রুত ফিরে যাওয়ার পর তাওহিদ হৃদয় এসে অনেকগুলো ডট বল খেলে চাপ বাড়ান। সেই চাপ সরাতে অগ্রণী হতে পারতেন শান্ত। কিন্তু এক পাশে রান না দেখেও তেমন কোন তাড়না বোধ করেননি তিনি। শম্বুক গতিতেই এগুতে থাকেন তিনি। ব্যাটারদের এমন নির্লিপ্ত ভাব দেখলে বোলারদের চেপে বসা স্বাভাবিক। মিচেল ব্রেসওয়েল, মিচেল স্টান্টনাররা সেই কাজ করেছেন সহজে।
অথচ রান তাড়ায় নেমে শুরুতে উইকেট হারিয়েছিলো বরং নিউজিল্যান্ড। ১৫ রানে তাদের ২ উইকেট পড়ে যায় তাদের। ওই পরিস্থিতিতে নেমে রাচিন আড়ষ্ট হননি। নিজের সহজাত পথে রানের চাকা রেখেছেন সচল। যে চাপ নিজেদের উপর এসেছিল সেটা সাবলীল ভঙ্গিতে সরিয়ে বাংলাদেশের উপর চাপিয়ে দেন তিনি।
আগে ব্যাট করা ও পরের ব্যাট করার মধ্যে অবশ্য ফারাক আছে। আগে ব্যাট করলে অনেক সময় বোঝা যায় না কত রান নিরাপদ, পরে ব্যাট করলে তো লক্ষ্য জানাই থাকে। তবে আড়াইশর নিচে কোন পুঁজি যে হালের ওয়ানডে ক্রিকেটে নিরাপদ না এটা না বোঝার কথা না শান্তর।
ম্যাচ শেষে শান্তর কথায় মনে হয়েছে তারা অনুধাবন করেছেন কিছু একটা যে ঠিক হয়নি, 'আমরা খুব ভালো শুরু করেছিলাম। প্রথম ৮-৯ ওভার ভালো ব্যাটিং করেছি। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা অনেক উইকেট হারিয়েছি। এরকম একটি উইকেটে আমরা যথাযথ ব্যাটিং করতে পারিনি। এই একটি জিনিস আজকে আমরা ভালো করতে পারিনি।' ব্যাটিংয়ে উন্নতির কথাও বলেছেন তিনি। সেই উন্নতিটা ঠিক কীসে তা পরিস্কার করেননি। দক্ষতার পাশাপাশি মানসিকতার ঘাটতি কতটা প্রকট তা বৈশ্বিক আসরগুলো দেখিয়ে দেয়।
Comments