চ্যাম্পিয়ন্স ট্রফির একক রাজা এখন ভারত

ছবি: এএফপি

উইলিয়াম ও'রোর্কের কিছুটা শর্ট লেংথের ডেলিভারি। রবীন্দ্র জাদেজা পুল করে বল পাঠিয়ে দিলেন স্কয়ার লেগ দিয়ে সীমানার বাইরে। ব্যস! ফয়সালা হয়ে গেল ম্যাচের। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। এতে সাফল্যের বিচারে টুর্নামেন্টটির একক রাজা হয়ে গেল তারা।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৬ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি ভারতের রেকর্ড তৃতীয় শিরোপা।

টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ২৫১ রান। এমন পুঁজি নিয়ে ভারতকে হারাতে হলে বোলিংয়ে দারুণ কিছু করতে হতো তাদের। সেটা পারেনি কিউইরা। সীমিত ওভারের আইসিসি ইভেন্টে আরও একবার তাই ফাইনালে হতাশায় পুড়তে হয়েছে দলটিকে। ৬ উইকেটে ২৫৪ রান করে লক্ষ্য মিলিয়ে উল্লাসে মাতল ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে আরও দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০২ সালে শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের সঙ্গে যৌথভাবে শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। সেবার টানা বৃষ্টির কারণে রিজার্ভ ডেসহ ফাইনাল ভেস্তে গিয়েছিল। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

৫০ ওভারের এই টুর্নামেন্টে এতদিন ভারতের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি শিরোপা ছিল অস্ট্রেলিয়া। তারা এখন নেমে গেল দুইয়ে। পরপর দুটি আসরে শিরোপা জিতেছিল অজিরা। ২০০৬ সালে ভারতের মাটিতে ও ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছিল দলটি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার করে শিরোপা জেতার কীর্তি আছে পাঁচটি দলের। তারা হলো দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এবার চ্যাম্পিয়ন হয়ে বলা চলে ২৫ বছর আগের হারের প্রতিশোধও নিল ভারত। ২০০০ সালে কেনিয়ায় অনুষ্ঠিত আসরের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা। সেবার ৪ উইকেটের ব্যবধানেই জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। ভারতের ছুড়ে দেওয়া ২৬৫ রানের লক্ষ্যে তারা পৌঁছেছিল ২ বল বাকি থাকতে।

এই টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলার রেকর্ডও ভারতের দখলে। আর তিনবার করে শিরোপা নির্ধারণী মঞ্চে অংশ নিয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

1h ago