কঠিন সময়ে মানুষের সমর্থন চাইলেন এন্দ্রিক

উরুগুয়ের কাছে রোববার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়ে মানুষের সমর্থন চাইলেন দলটির তরুণ সেনসেশন এন্দ্রিক।
endrick

একটা সময় কোপা আমেরিকায় সেরা দল পাঠাত না ব্রাজিল। বিলাসিতা দেখানোর সেই দিন গত হয়ে গেছে আগেই। আগের জৌলুস হারিয়ে ধুঁকতে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা পার করছে দুঃসময়। উরুগুয়ের কাছে রোববার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়ে মানুষের সমর্থন চাইলেন দলটির তরুণ সেনসেশন এন্দ্রিক।

লাস ভেগাসে ফাউলে ভরা মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে যায় খেলা। সেখানে স্নায়ুচাপে কাবু হয়ে ব্রাজিলকে হতাশ করেন এডার মিলিতাও ও ডগলাস লুইস। বিদায় নেয় দরিভাল জুনিয়রের দল।

গ্রুপ পর্বে বদলি হিসেবে খেলা এন্দ্রিক এদিন শুরু থেকেই খেলেছেন। ভিনিসিয়ুস জুনিয়রের নিষেধাজ্ঞায় ১৭ পেরুনো স্ট্রাইকারের উপর বাজি ধরেন দরিভাল। কিন্তু ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি তিনি।

ম্যাচ শেষে অবশ্য এই তরুণের কণ্ঠে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস। সেজন্য দেশের মানুষের সমর্থন চেয়েছেন,  'আমরা ব্রাজিলকে শীর্ষে নিতে চাই। আমরা কাজ চালিয়ে যাব এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি নেব।'

'আমরা জানি এটা কঠিন সময়। কিন্তু আমরা আশা করছি সব ব্রাজিলিয়ানের সমর্থন পাব।'

ব্রাজিলের ব্যর্থতার দিনে উরুগুয়ের নায়ক তাদের গোলরক্ষক সার্জিও রচেট। টাইব্রেকারে মিলিতাওর প্রথম শটই ফিরিয়ে দেন তিনি। দলের জয়ে অবদান রাখার আনন্দ হচ্ছে তার, দেখছেন বড় স্বপ্ন,  'পেনাল্টি শ্যুট আউটে গিয়ে জেতা, আমি একটা আটকাতে পেরেছি। সত্যি বলতে অসাধারণ আনন্দের অনুভূতি হচ্ছে। দেশের এটা প্রাপ্য। আমরা রোমাঞ্চিত, আমরা আরও বেশি কিছুর জন্য ছুটব।'

পুরো ম্যাচ জুড়ে দুই দল মিলিয়ে ফাউল হয়েছে ৪১টি। এরমধ্যে ২৬টিই করে উরুগুয়ে। তার একটিতে ৭৫ মিনিটে রদ্রিগোকে বিপদজনকভাবে ফেলে লাল কার্ড দেখেন নাহিতান নান্দেজ। শেষ দিকে একজন কম নিয়ে খেলেও ব্রাজিলের আক্রমণ সয়ে ম্যাচ টাইব্রেকারে নিতে পারে তারা, পরে সেই আত্মবিশ্বাসই কাজে লাগে পেনাল্টি শ্যুট আউটে। এজন্য নিজেদের মনোবলে প্রশংসা করছেন রচেট, 'খুব কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এটা খুব চাপের ম্যাচ ছিলো। শেষ দিকে একজনকে কম নিয়ে আমাদের মনোবল দেখাতে হয়েছে।'

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

8h ago