ভিনিসিয়ুসের জায়গায় খেলবেন এন্দ্রিক
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততে না পারার সঙ্গে বড় ক্ষতি হয়ে যায় ব্রাজিলের। হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়ে যান দলের সেরা ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। উরুগুয়ের বিপক্ষে কঠিন ম্যাচে ভিনিসিয়ুসের বদলে নতুন সেনসেশন এদ্রিকের উপর আস্থা রাখছেন কোচ দরিভাল জুনিয়র।
রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালে উঠার লড়াইয়ে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে বড় প্রশ্ন ছিলো কে নেবেন ভিনির জায়গা। এই জায়গায় আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি স্কোয়াডে থাকলেও দরিভাল জানালেন এন্দ্রিকের কথা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ জানা, 'আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছি না। তবে একজন খেলোয়াড় আছে যে নিজের সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে, সুযোগের অপেক্ষায় আছে। এটা হতে পারে এন্দ্রিকের দিন।'
এদ্রিক মূলত নাম্বার নাইন হিসেবে খেলেন, স্ট্রাইকার হিসেবে তার ভূমিকা থাকে সবার আগে। ভিনিসিয়ুস খেলতেন বাম দিকে উইঙ্গার হিসেবে। ভিনিসিয়ুসের বলে এন্দ্রিক একাদশে এলেও ঠিক ভিনির জায়গা নয়। তাকে স্বাধীনতা দেওয়া হবে বলে জানান দরিভাল, 'আমি মনে করি না এন্দ্রিক নির্দিষ্ট নাইন। তাকে আমি দেখছি স্বাধীনভাবে যে চারপাশে ঘুরে বেড়াবে। আমরা সেরা সমন্বয়ের কাছে আছি।'
এদ্রিক মুক্তভাবে খেললে রদ্রিগোকে তার পছন্দের উইঙ্গে দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদে তিনি যে ভূমিকা নেন সেটা করার সুযোগ পেতে পারেন।
পালাবদলের মধ্যে থাকা ব্রাজিল সেরা সমন্বয় খোঁজারও চেষ্টা করছে। দরিভাল জানালেন যত দিন যাচ্ছে দলের মিশ্রণ তত ভালো হচ্ছে, 'আমরা ২০টার মতন অনুশীলন করেছি একসঙ্গে। যতদিন যাচ্ছে উন্নতি করছি।'
নামেভারে ব্রাজিল অনেক বড় শক্তি হলেও এবার কোপায় তার ছাপ কম। কলম্বিয়ার বিপক্ষে জিততে না পারায় গ্রুপে দ্বিতীয় হতে হয় তাদের। দ্বিতীয় হওয়ায় কোয়ার্টার ফাইনালেই পড়তে হচ্ছে দারুণ ছন্দে থাকা উরুগুয়ের সামনে। দরিভাল অবশ্য এসবে না তাকিয়ে কোনভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন।
Comments