দেখে নিন বিপিএলের দলগুলোর হালনাগাদকৃত স্কোয়াড

ছবি: সম্পাদিত

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। এবারও অংশ নেবে সাতটি দল। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মোকাবিলা করবে দুর্বার রাজশাহীকে। একই ভেন্যুতে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

ঢাকার পাশাপাশি খেলা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বরিশাল ও রাজশাহীর সঙ্গে অংশগ্রহণকারী বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। তাদের হালনাগাদকৃত স্কোয়াড তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

ঢাকা ক্যাপিটালস:

স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, আলাউদ্দিন বাবু ও হাবিবুর রহমান সোহান।

বিদেশি খেলোয়াড়: থিসারা পেরেরা (অধিনায়ক, শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জ্যাঁ-পিয়েরে কোটজে (নামিবিয়া), শুভম সুভাস রঞ্জনে (যুক্তরাষ্ট্র) ও জেসন রয় (ইংল্যান্ড)।

সিলেট স্ট্রাইকার্স:

স্থানীয় খেলোয়াড়: আরিফুল হক (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, রনি তালুকদার, আল-আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, টিপু সুলতান ও জাওয়াদ আবরার।

বিদেশি খেলোয়াড়: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র) ও জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)।

রংপুর রাইডার্স:

স্থানীয় খেলোয়াড়: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান তুষার ও আজিজুল হাকিম তামিম।

বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ অটল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র) ও আকিফ জাভেদ (পাকিস্তান)।

দুর্বার রজশাহী:

স্থানীয় খেলোয়াড়: এনামুল হক বিজয় (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর, এসএম মেহেরব হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।

বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাজ (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সালমান মির্জা (পাকিস্তান)।

ফরচুন বরিশাল:

স্থানীয় খেলোয়াড়: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রিতম কুমার ও ইকবাল হাসান ইমন।

বিদেশি খেলোয়াড়: ডাভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলী (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

খুলনা টাইগার্স:

স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন।

বিদেশি খেলোয়াড়: ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), দারভিশ রাসুলি (আফগানিস্তান ও সালমান ইরশাদ (পাকিস্তান)।

চিটাগং কিংস:

স্থানীয় খেলোয়াড়: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাকিব আল হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ, আরাফাত সানি ও ইরফান হোসেন।

বিদেশি খেলোয়াড়: মঈন আলী (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), খাওয়াজা নাফে (পাকিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান), হুসাইন তালাত (পাকিস্তান) ও আলী রাজা (পাকিস্তান)।

Comments

The Daily Star  | English

Resorts on Dhaka’s outskirts: An escape from the urban jungle

In one of your most distant childhood memories, you may recall hearing the high-pitched howl of a lone jackal way off in the distance while enjoying the evening from the comfort of your village home.

15h ago