সেরা ছন্দে ফিরবেন সৌম্য, বিশ্বাস করেন তাসকিন

Soumya Sarkar
ফিফটির পথে সৌম্য সরকারের শট। ছবি: ফিরোজ আহমেদ

চরম ব্যর্থতার চক্রে ডুবে থাকা সৌম্য সরকার আগের ৭ ম্যাচে করতে পেরেছিলেন স্রেফ ৪৫ রান। আত্মবিশ্বাস তলানিতে থাকা অবস্থায় নেমে অবশেষে পেলেন ফিফটির দেখা, ছাড়িয়ে গেলেন আগের সব ইনিংসের রান। পরিস্থিতির দাবি মিটিয়ে খেললেন দারুণ ইনিংস। তার ব্যাটে পাওয়া পুঁজি নিয়েই পরে তাসকিন আহমেদের তোপে দ্বিতীয় জয় পায় ঢাকা ডমিনেটর্স। সতীর্থের ব্যাটে কিছুটা ঝিলিক দেখে ভীষণ খুশি তাসকিন জানালেন, দ্রুতই দেখা মিলবে সেরা ছন্দের সৌম্যের।

আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট সবখানেই লম্বা সময় ধরে রান খরায় সৌম্য। বিপিএল হতে পারত তার নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। এখানে তিনি আরও বড় হতাশার নাম হয়ে দেখাচ্ছিলেন বিবর্ণ দশা। প্রথম ৭ ম্যাচের মধ্যে দুই অঙ্কের ঘরে (তাও ১৬) যেতে পেরেছিলেন কেবল দুবার। দুবার আউট হন শূন্য রানে। ঢাকার একাদশেও জায়গা পাওয়া নিয়ে যখন প্রশ্ন উঠতে যাচ্ছিল তখনই পেলেন রান।

মঙ্গলবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে একাই টানেন দলকে। দলের ১০৮ রানের পুঁজির মধ্যে তার একারই ৫৭ রান। ওই পুঁজি নিয়ে ঢাকাকে দ্বিতীয় জয় পাইয়ে দেন বোলাররা। সেখানে আবার ৯ রানে ৪ শিকার ধরে নায়ক তাসকিন।

ম্যাচ শেষে সৌম্য প্রসঙ্গে জানালেন, সতীর্থের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে কেবল প্রক্রিয়া অনুসরণ করে যেতে বলেছিলেন তিনি,  'সৌম্য ফিফটি করেছে। তার জন্য আমি খুব খুশি। ও অনেক পরিশ্রম করছে। আর সতীর্থ হিসেবে আমি ওকে শুধু বলি যে আমাদের নিয়ন্ত্রণে শুধু প্রক্রিয়াটা। সৎ থেকে কঠোর পরিশ্রম করাটা। এর বাইরে কিছু নাই। এই জিনিসটা দেখছি যে ও নিয়মিত অনেক ট্রেনিং করছে। আমার বিশ্বাস ও দ্রুত সেরা ছন্দে আসবে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

7h ago