‘কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি?’, লিটনকে তাসকিনের প্রশ্ন

Litton Das
২৩ বলে ৪৭ রানের পথে লিটন দাস। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

প্রথম ওভারেই ছক্কা দিয়ে শুরু। চার-ছক্কা আসতে থাকল প্রতি ওভারে। বিস্ফোরক ব্যাটিংয়ে পরিস্থিতি উন্মাতাল করে দিলেন লিটন দাস ও রনি তালুকদার। তাদের আগ্রাসনে পাওয়ার প্লেতে চলে আসে বাংলাদেশের রেকর্ড রান। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পাওয়ার প্লের বিশ্ব রেকর্ড নিয়েও ভাবতে শুরু করেছিল বাংলাদেশের ড্রেসিংরুম। তাসকিন আহমেদ জানালেন, লিটন আউট হওয়ার পর এই প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন তিনি। লিটন তাকে বলেছিলেন, 'ওরা পারলে, আমরাও পারব।'

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরটা উত্তাল করে দেন লিটন-রনি। পাওয়ার প্লের ছয় ওভারে ৮১ রান তুলে ফেলেন তারা। ২০১৩ সালে নিজেদের করা আগের ৭৬ রানের রেকর্ড ভেঙে দেন।

এই দুজনের ব্যাটিং ড্রেসিংরুমে বসে দারুণ উপভোগ করছিলেন তাসকিনরা। তাদের তখন মনে পড়ে যাচ্ছিল আগের রাতে সেঞ্চুরিয়নে কুইন্টেন ডি ককদের তাণ্ডব।  রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান টপকাতে গিয়ে ডি কক, রেজা হেনড্রিকস মিলে ৬ ওভারেই করে ফেলেন ১০২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে যা বিশ্ব রেকর্ড।

ডিএলএস মেথডে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে আসার পর ওপেনারদের প্রশংসায় মাতেন তাসকিন। জানান লিটনের সঙ্গে পাওয়ার প্লের হিটিং নিয়ে তার আলাপের কথা,  '(লিটন-রনির ব্যাটিং) খুবই ভালো লাগছিল। গতকালকে ১০০ রান (পাওয়ার প্লেতে ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, "কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি(হাসি)?" (লিটন) বলে, "হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।"'

Litton Das & Rony Talukdar
জুটিতে লিটন-রনি। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

লিটন-রনির উদ্বোধনী জুটি ৪৩ বলে আনে ৯১ রান। ২৩ বলে ৪৭ করে আউট হন লিটন। রনি থামেন ৩৮ বলে ৬৭ করে। এই দুজনের ঝলকে ১৯.২ ওভারে বাংলাদেশ পায় ২০৭ রানের বিশাল পুঁজি। তাসকিনের মতে এরকম আগ্রাসী ঘরানার ক্রিকেটে আগামীতে অনেক সুবাতাস আনবে দেশের ক্রিকেটে, 'এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্‌! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।'

এদিন বাংলাদেশের ইনিংসের শেষ দিকে বৃষ্টিতে দুই ঘণ্টা তিন মিনিট খেলা বন্ধ হওয়ায় নতুন লক্ষ্য পায় আইরিশরা। বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রান করার চ্যালেঞ্জ তারা নিতে পারেনি মূলত তাসকিনের জন্য। ২ ওভার বল করে ১৬ রান দিয়ে ৪ উইকেট দখল করেন ডানহাতি পেসার।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

4h ago