বিপিএল

বিজয়ের পরিবর্তে রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের মাঝপথে অধিনায়ক পাল্টে ফেলল দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয় যেন ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারেন, সেজন্য তার কাঁধ থেকে নেতৃত্বের ভার সরিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রতিযোগিতার বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দিল তারা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টপ অর্ডার ব্যাটার বিজয়ের পরিবর্তে ডানহাতি পেসার তাসকিনকে দলনেতা করার সিদ্ধান্ত জানিয়েছে রাজশাহী। এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে তিনটিতে জিতেছে দলটি। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। আট ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। (গতকাল রোববার চট্টগ্রামে) সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে-অফে তুলতে সাহায্য করবে।'

সেখানে যোগ করা হয়েছে, 'এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিনও। আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।'

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে খুলনার কাছে ৭ রানে হার মানে রাজশাহী। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৯ রানের বড় পুঁজি পায় খুলনা। জবাবে পুরো ওভার খেলে ৪ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি রাজশাহী। সেঞ্চুরি তুলে নিলেও বিফলে যায় বিজয়ের অপরাজিত ১০০ রানের ইনিংস। ৫৭ বল মোকাবিলায় নয়টি চার ও পাঁচটি ছক্কা মারেন তিনি।

Comments

The Daily Star  | English

Touhid, Jaishankar for working on bilateral challenges

Border-related issues to be discussed, resolved during BGB-BSF talks in Delhi

7h ago